
ফটিকছড়িতে অবৈধ বালু মহালে অভিযান: মেশিন ও বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন, মঙ্গলবার( ৯ জুলাই ২৪) ভোর ৬:০০ টা থেকে ধর্মপুর ইউনিয়নের আধারমানিক মৌজার হচ্ছারঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো মোজাম্মেল হক চৌধুরী ও মো: মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফটিকছড়ি, চট্টগ্রাম মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ১৫০০ ঘনফুট বালু ও পরিত্যক্ত অবস্থায় মেশিন ও মেশিনের পার্টস জব্দ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তদন্তক্রমে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত বালু নিলামের প্রক্রিয়া চলমান।
অভিযানে ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, আনসার সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন। অভিযান পরিচালনা কারী দল বলেন, এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
