
খুলশী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের একজন নিম্নমান সহকারী খুলশী থানাধীন তার কর্মস্থল থেকে বের হয়ে রাত আনুমানিক ৮ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড় মাছরাঙ্গা টেলিভিশন অফিসের উত্তর পাশে সিএনজি স্টেশনের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী ভিকটিম ফিরোজ আহম্মেদের সামনে এসে তাকে তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তার বাড়ি কুষ্টিয়া বলার সাথে সাথে আসামিরা ছোরার ভয় দেখিয়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে অপহরণ করে বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার ৪ নং রোডস্থ একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনে নিয়ে যায়। উক্ত স্থানে নিয়ে গিয়ে আসামিরা ভিকটিমের নিকট থেকে ১টি SAMSUNG A20S, নগদ ১৮ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আসামিরা এরপর ভিকটিমের নিকট থেকে আরও ১লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে ও তাকে মারধর করে। ভিকটিম তার পরিবার ও বন্ধুদের নিকট থেকে আসামিদেরকে বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা এনে দেয় এবং ভিকটিমের নিকট থাকা বিকাশ একাউন্ট ও IFIC BANK ডেবিট কার্ড থেকে মোট ১১ হাজার টাকা ট্রান্সফার করে নিয়ে তাকে ছেড়ে দেয়। ভিকটিম উক্ত ঘটনার বিষয়টি বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে জানালে পুলিশ বাদীকে নিয়ে ঘটনাস্থল শনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে গত ৮ জুলাই . রাত আনুমানিক ৯ টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকা থেকে আসামি মোঃ সৈয়দুল করিমকে (২৬) আটক করে এবং তার হেফাজত থেকে বাদীর ছিনতাইকৃত ১টি SAMSUNG A20S ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করেন। আটককৃত আসামির দেওয়া তথ্যমতে ৮ জুলাই রাত আনুমানিক ১০ টারি সময় বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকা থেকে ২ নং আসামি মোঃ আরমান আলী রাজ (২৬)-কে আটক করা হয়। গ্রেফতারকৃত ১ নং আসামির বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৩টি ও ২ নং আসামির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী আরও ২ জনের নাম-ঠিকানা প্রকাশ করে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।