
ইপিজেড থানাধীন বন্দরটিলা জেলেপাড়া রেলবিট রফিকের দোকানের সামনে রাস্তার উপর ভ্রাম্যমাণ নারিকেল বিক্রেতা মোঃ রাছেল (২৩)-কে ৯ জুলাই রাত আনুমানিক ৭ টার সময় ভ্রাম্যমাণ লুঙ্গি বিক্রেতা মোঃ আব্দুর রাজ্জাক (৪০)-কে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক ঔষধমিশ্রিত জুস খাইয়ে অচেতন করে ফেলে। অজ্ঞান পার্টির সদস্যরা মোঃ রাছেলের নিকট থেকে নারিকেল বিক্রির নগদ ৪২ হাজার টাকা ও তার ব্যবহৃত একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোঃ আব্দুর রাজ্জাকের নিকট থেকে লুঙ্গি বিক্রির নগদ ১ হাজার ৭ শত ৫০ টাকা নিয়ে যায়। এমন সংবাদ প্রাপ্তির পর ইপিজেড থানার এসআই (নি.) আবছার উদ্দিন রুবেলের নেতৃত্বে এসআই (নি.) শাকিলুর রহমান ও এসআই (নি.) শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ইপিজেড থানা এলাকাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে দ্বিতীয় ঘটনার পরবর্তী ০৪ ঘন্টার মধ্যেই উক্ত ঘটনার সাথে জড়িত অজ্ঞান পার্টির সদস্য ১। মোঃ রবিউল ইসলাম বেলাল (২৫), ২। মোঃ হালিম (৩৫) ও ৩। মোঃ মানিক মিয়া (৩৫)-কে গ্রেফতারপূর্বক আসামিদের হেফাজত থেকে চুরি হওয়া নগদ ১০ হাজার ২ শত ৫০ টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনার বিষয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা রুজু হয়েছে।