
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অননুমোদিত কসমেটিকস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে এক ব্যাবসায়ীকে।
মঙ্গলবার (৯জুলাই ২৪) দুপুরে কালিয়াকৈর বাজার এলাকায় লাবনী ষ্টোর এর মালিক শ্রী সন্তু সাহাকে কর বহির্ভূত বিদেশি কসমেটিকস বিক্রির দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহমেদ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএসটিআই সহকারী পরিচালক ও পুলিশ আনসার সদস্যরা।
উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ বলেন দীর্ঘদিন ধরে সরকার কর ফাঁকি দিয়ে ব্যাবসা প্রতিষ্ঠান করে আছিল তাই এ জরিপনা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।