আজঃ মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

চমেক হাসপাতালে ৫ ‘বহিরাগত’ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে পাঁচ বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচজন হলেন- আবু কালাম (৩২), শাহাদাত হোসেন (২৫), গোলাম কিবরিয়া (২৪), সুজন সিংহ (৩৯) ও আবদুল আউয়াল (৩১)।পুলিশ জানিয়েছে, রোগীদের প্রাপ্য বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে বিভ্রান্ত করে তারা টাকা হাতিয়ে নিতেন। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহির্বিভাগ ও ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, রোগী ও তাদের স্বজনদের হয়রানির অভিযোগ পেয়ে সকালে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। অভিযানে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।রোগীদের প্রাপ্য বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নামে বিভ্রান্ত করে তারা টাকা হাতিয়ে নিতেন। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্রকে দলবেঁধে যৌন নির্যাতন: তিন মাদরাসা শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ছাত্রকে দলবেঁধে যৌন নির্যাতনের অভিযোগে তিন মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় দারুল আজকা ফয়জিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার তিনজন হলেন- গোলাম রাব্বি (২৫), মো. নুরুল ইসলাম (২৫) ও পেয়ারুল ইসলাম (২৪)। আক্রান্ত ১২ বছর বয়সী শিশুটির বাড়ি ফটিকছড়ি উপজেলায়। যৌন নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে তিন শিক্ষককে আসামি করা হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ১২ বছর বয়সী একটি ছেলে শিশু সংঘবদ্ধ ধর্ষণের (বলাৎকার) শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তার মা মামলায় অভিযোগ করেছেন, গত শুক্রবার রাতে দুজন শিক্ষক মিলে মাদরাসার ভেতরে শিশুটিকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এরপর দুইদিন ধরে আরেক শিক্ষক তাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে।শিশুটি সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে ঘটনা জানায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে আমরা তিন শিক্ষককে গ্রেফতার করেছি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

১০ লাখ টাকা ছিনতাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহী নগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হয়েছিল। একমাস ধরে তাকে প্রশিক্ষণ মহড়াও দেওয়া হয়েছে। ছিনতাইকারী চক্রটি একমাস ধরে ব্যবসায়ীর ওপর নজরদারিও করে আসছিল। গ্রেপ্তার রিক্সাচালকের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ এসব তথ্য জানিয়েছে। নিজেও এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন
রিক্সাচালক মাসুম (৩০)।

গ্রেপ্তারের পর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক মামুনুর রশিদের কাছে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় রিক্সাচালক। মাসুমের জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানায়, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুইদিনের বিক্রির টাকা দিলীপ কুমার প্রামাণিকের বাসায় থাকে-এ তথ্য পেয়ে ছিনতাইকারী চক্রটি রবিবার সকালে তাকে লক্ষ্য করে পরিকল্পনা করে। পরিকল্পনামতো কোন রাস্তায় রিক্সা চালাতে হবে, কখন দাঁড়াতে হবে-এসব নিয়ে চালক মাসুমকে মহড়া দেওয়া হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, রিক্সাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছে ছিনতাইকারীরা। এক মাস ধরে তারা ওই এলাকায় নজরদারি চালিয়েছে।এভাবেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ