
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) স্পিনা রানী প্রামাণিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে হালিশহর থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার হামিদের নেতৃত্বে এসআই (নি.) সহদেব কুমার সরকার, এসআই (নি.) মোঃ সাইফুল ইসলাম, এসআই (নি.) তীথংকর দাস, এএসআই (নি.) মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত ১২জুলাই রাত ২১.১০ ঘটিকার সময় ক্লুলেস চুরি মামলার ঘটনায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে সিএমপির আকবরশাহ্ থানাধীন সেভেন মার্কেট এলাকা থেকে ঘটনায় জড়িত একজন আসামি মোঃ ইসমাইল (২১)-কে গ্রেফতার করেন। ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার সেভেন মার্কেট মোড়ে অবস্থিত কম্পিউটার টেকনোলজি নামক দোকানে অভিযান পরিচালনা করে দোকানের মালিক মোঃ ইসমাইল রাহি (২৮)-এর হেফাজত থেকে ০৪টি ল্যাপটপ উদ্ধার করে ১২ জুলাই ২৩.৫০ ঘটিকায় জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ইসমাইল (২১) গত ২৫ জুন পিসি রোডস্থ সবুজবাগ রেইনবো কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে রাখা কাভার্ড ভ্যানের তালা খুলে গাড়ির ভিতর থেকে ০৫টি ল্যাপটপ চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় উক্ত ল্যাপটপ খোঁজা-খুজি করে না পেয়ে অজ্ঞাতানামা চোরের বিরুদ্ধে এজাহার দায়ের করলে হালিশহর থানায় রুজু হয়।