সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বোয়ালখালীতে উপজেলায় বন্যহাতির আক্রমণে গুরুতর আহত বিধান দে (৫২) পাঁচদিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিধান দে ৮ নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া মৃত ঝুনুরাম দের ছেলে। আজ বুধবার সকাল ১১টায় বিধান দে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা বলে নিশ্চিত করেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড়ে বন্যহাতি আক্রমণে চারজন কৃষক আহত হয়। এতে গুরুতর আহত হন বিধান দে।











