আজঃ বুধবার ১৬ জুলাই, ২০২৫

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এএসটি সাকিল:-

ভোলার বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মাট বাংলাদেশ, এ স্লোগানে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফরুল্লাহ চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারুন নেসা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা । প্রথমে র‍্যালী ও আলোচনা শেষে পোনা অবমুক্ত করা হয়। ৫ জন সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মোঃ আলাউদ্দিন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোঃ শহিদ আল হেলাল, মেরীন ফিসারিজ কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারিরা। এছাড়াও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি,মর্নি পোস্ট, জেলা প্রতিনিধি দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন ব্যুরো চীফ আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান পণ্ডিত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাণীশংকৈলে কৃষি প্রনোদনার সার-বীজ ও গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ, সার ও আম, তাল, নারিকেলসহ বিভিন্ন ফলের ৬৬৭৫ টি চারা ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অফিস চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল ইসলাম, ও কৃষি উপসহকারী অফিসার সহ হোসেনগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মমতাজ আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রণোদনা আওতায় কৃষকবৃন্দ প্রমুখ।

ব্যানিজিকভাবে বস্তায় আদা চাষ বোয়ালখালীতে

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথম বারের মতো বস্তায় আদা চাষে ঝুঁকেছেন প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র কৃষক-কৃষাণীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা পেয়ে গতানুগতিক পদ্ধতির বাইরে এই প্রথম ২০টি প্রদর্শনীর মাধ্যমে বস্তায় মসলা জাতীয় ফসল আদার চাষ শুরু করেছেন তারা। অনাবাদি পতিত জমি কিংবা বসত বাড়ির আঙ্গিনায় স্বল্প জায়গায় অল্প খরচে এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়েছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগান কর্মসূচীর আওতায় বোয়ালখালীতে প্রথম বারের মতো বস্তায় আদা চাষের জন্য ২০টি প্রদর্শনী দেওয়া হয়েছে।

প্রতিটি প্রদর্শনীতে ৩০ টি বস্তায় ২ কেজি ৫০০ গ্রাম দেশীয় উন্নত জাতের আদার বীজ, ৫ কেজি মিশ্র সার, ২ কেজি বালাইনাশক সার ও জৈবসার দেওয়া হয়েছে। এছাড়া বস্তা প্রতি খরচ পড়েছে প্রায় ৬৫-৭০ টাকা। এর বাইরেও কধুরখীল, শ্রীপুর-খরণদ্বীপ করলডেঙ্গা এলাকায় কৃষকেরা স্ব উদ্যোগে অনেকে বস্তায় আদা করছেন। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০০০ বস্তা। এতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ।

শনিবার উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি ও আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামে গিয়ে দেখা গেছে, বাড়ির পাশে পতিত জমি, বাড়ির আঙ্গিনা ও পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায় সারি সারি বস্তায় সবুজ আদার গাছে ভরে আছে। প্রথম বারের মতো বস্তা পদ্ধতিতে আদার চাষ করেছেন ধোরলা গ্রামের কৃষক তপন চৌধুরী, সুমা বৈদ্য, কঞ্জুরি গ্রামের রাণু আলম।

তারা বলেন, ছায়ার কারণে যেসব জায়গাগুলোতে কোন ফসল হয় না, সে জায়গায় এবার কৃষি অফিসের পরামর্শে বস্তায় আদার চাষ করেছেন । আদার বীজ রোপণের পরে তেমন কোন পরিচর্যা করতে হয়নি। আদা বেশ ভালো হয়েছে। দুই এক মাস পরেই আদাগুলো বস্তা থেকে উঠতে শুরু করবে। বস্তা প্রতি দের থেকে দুই কেজি আদার ফলন হবে বলে আশা করছেন তারা। আগামীতে আরো বেশি আদার চাষ করবেন বলে জানান তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ বলেন, প্রথম বারের মতো বোয়ালখালীতে বস্তা পদ্ধতিতে আদার চাষ হয়েছে। বস্তায় আদা চাষ একটি সহজ ও সাশ্রয়ী প্রযুক্তি। পুকুরপাড়, ছাদ কিংবা বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় সহজেই এটি করা যায়। পরিচর্যার ঝামেলা কম এবং আগাছাও হয় না। আমরা কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছি। বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় কৃষকরা এই প্রদ্ধতিতে পতিত জমিতে আদা চাষে আগ্রহী হচ্ছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ