
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার (১০ আগষ্ট) বিকেলে পৌর শহরের মধ্যবাজারে এই মনিটরিং করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীরা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারসহ পাইকারী ও খুচরা দোকানে মূল্য তালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে ক্রয় ও বিক্রয় হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলা, দীর্ঘদিন ফ্রিজিং করে গরুর মাংস বিক্রি না করার আহবাণ, গরুর বাজারে চাঁদাবাজি বন্ধ এবং রাস্তার ওপর দোকানপাট পর্যবেক্ষণ করা হয়। এ ছাড়াও মাছ, মুরগিসহ সকল ব্যবসায়ীদেরকে ডিজিটাল মিটার ব্যবহারের জন্য নির্দেশ দেন ইউএনও।
এ সময় ইউএনও’র সাথে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এমএইচটি মোজাম্মেল হক, আশিকুর রহমান রাজীব, রেদুয়ানুল হাসান ফাহাদ, অর্পিতা কবীর এ্যানি, রিয়ান ইসলাম, নূর মোহাম্মদ সিদ্দিক, শামছুজ্জামান দূর্জয়, শিমুল মিয়া, রিয়াদ হাসান রানা, মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোজাম্মেল হক বলেন, সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয় করা হচ্ছে কিনা তা যাচাই করতেই মনিটরিং করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, পাইকারি ও খুচরা দোকানে মূল্য তালিকা টানানো, সরকার নির্ধারিত দামে পণ্য ক্রয় বিক্রয় ও নিক্তিতে ডিজিটাল মিটার ব্যবহার নিশ্চিত করার জন্য বাজার মনিটরিং করা হয়েছে। সাধারণ মানুষ কোন ধরণের ভোগান্তিতে যাতে না পড়ে সেজন্য এই মনিটরিং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।