আজঃ শুক্রবার ২১ মার্চ, ২০২৫

সিএমপি’র ১৫ থানা সচল, ১টিতে খোঁজ হচ্ছে নতুন ভবন

চট্টগ্রাম ব্যুরো

: চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার সবগুলোতে ফিরেছেন পুলিশ সদস্যরা। তবে কার্যক্রম শুরু হয়েছে ১৫ থানায়। গত ৯ আগস্ট নগরীর ১১ থানায় সেনা পাহারায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছিল। বাকি চার থানায় কার্যক্রম গত শনিবার থেকে সীমিত পরিসরে শুরু হয়েছে। এর ফলে গতকাল রোববার দেখা গেছে ১৫টি থানায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে যেসব থানা পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্ত থানাগুলোতেও সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে। আর যেসব থানা অক্ষত আছে সেখানে কার্যক্রম শুরু হয়েছে।
দেখা গেছে, কোতোয়ালী, ডবলমুরিং, হালিশহর এবং ইপিজেড থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। কোতোয়ালী থানার কার্যক্রম থানার একটি রুমে এবং সামনে, ইপিজেড থানার কার্যক্রম নিউ মুরিং ফাঁড়িতে শুরু করা হয়েছে। তবে পতেঙ্গা থানা আগুনে পুরোপুরি জ্বলে গেছে। থানার কার্যক্রম শুরু করতে নতুন ভবন খোঁজা হচ্ছে। পতেঙ্গা থানা পুরোপুরি জ্বলে যাওয়ায় এই থানার কার্যক্রম শুরু করতে আরো কয়েকদিন লাগবে বলে সিএমপি সূত্রে জানা গেছে। গত দুদিন ধরে নগরীর সবগুলো থানায় পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন।
নগর পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, নগরীর ষোল থানাতেই পুলিশ ফিরেছে। গত ৫ আগস্ট দুপুরে সরকার পতনের পর নগরীর আট থানায় আগুন দেওয়া হলেও বাকি আট থানা অক্ষত ছিল। নিরাপত্তার স্বার্থে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাতে থানার অস্ত্র, গুলি পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। পুলিশ সদস্যরা নিজেদের বাসায় চলে যান। যেসব পুলিশ সদস্য থানার ব্যারাকে থাকতেন তারা বন্ধু–বান্ধব ও আত্মীয়-স্ব^জনের বাসায় আশ্রয় নেন। নগরীর কোতোয়ালী থানায় গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হকসহ এসআই, এএসআইসহ বেশ কয়েকজন কনস্টেবল থানায় উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার নগরীর ১১ থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে পুলিশ। থানাগুলো হলো চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, খুলশী, পাঁচলাইশ, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, পাহাড়তলী, আবকরশাহ, কর্ণফুলী ও বন্দর। এছাড়া সীমিত পরিসরে কোতোয়ালী, হালিশহর, ইপিজেড, ডবলমুরিং থানার কার্যক্রম শুরু হয়েছে। পতেঙ্গা থানা পুরোপুরি জ্বলে যাওয়ায় এই থানার কার্যক্রম শুরু করতে আরো কয়েকদিন লাগবে বলে সিএমপির পক্ষ থেকে জানা গেছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে দুই দিনে ৫৪ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক।

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিনব কায়দায় সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার টাকা, মোবাইল ও ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে দুই মহিলা। আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার বৃদ্ধা সুফিয়া বেগম জানান, গোমদণ্ডী ফুলতল থেকে তিনি লোকাল সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। গাড়িতে বোরকা পরিহিত দুই মহিলা বসেছিলেন। তারা ভাব জমিয়ে প্রলোভন দেখায়। এরপর গাড়িতে করে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের

সামনে আসার পর মোবাইলটি নিয়ে বৃদ্ধার ছবি তুলেন এবং ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কৌশলে কেটে পড়েন। তবে যাওয়ার আগে তার হাতে ২০ টাকা দিয়ে গেছে। বৃদ্ধা জানান, ব্যাগে ১০ হাজার টাকা ছিল। তার কোনো ছেলে নেই। তিনি মেয়ের মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে Sandwich পৌর সদর থেকে নিজের জন্য ওষুধ কিনতে। বৃদ্ধা সুফিয়া বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপের মসজিদ ঘাট এলাকার ছোবান বাপের বাড়ির আব্দুল শুক্কুরের স্ত্রী।

এর আগে গত ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা খাদ্য গুদামের পাশের মো. এস্কান্দরের ফলের দোকান থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়ে গেছে প্রায় ৪৪ হাজার টাকা। এসব ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি ভুক্তভোগীরা। তারা জানান, অভিযোগ দিয়ে কি হবে। ছাগলের জন্য মহিষ মানত করে বরং উল্টো ক্ষতির মুখে পড়তে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারিসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চট্টগ্রামে গ্রেফতার আরও ৩৮ আ.লীগ নেতাকর্মী

চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সিএমপির বিভিন্ন থানার অভিযানে এদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপরোক্ত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, হালিশহর থানার অভিযানে মোঃ আব্বাস (৪৫), চান্দগাঁও থানার আসামি সফদার আলী প্রকাশ মিজান (৩৮), মোঃ ইউনুস (২৮), মোঃ মিজান (২২), মোঃ রইস উদ্দিন (৪৫), মোঃ আব্দুর শুক্কুর (২৮), মোঃ তোফায়েল (২০), মোঃ ইমন (২৫), জিহাদ (২২), শহিদুল ইসলাম প্রকাশ ফরিদ (৩০), আকবরশাহ্ থানার আসামি মোঃ বেলাল (৪৫), কাজী মোঃ ইমরান হোসেন (২২), সদরঘাট থানার আসামি মোঃ জামাল মুন্সি (৪৮), মোঃ মনির হোসেন (৩৮),

ডবলমুরিং মডেল থানার আসামি মোঃ শামীম হোসেন মজুমদার (৩৫), মোঃ সইফুল আলম (৩৮), রাব্বি আল আহমেদ (২৮), মহিউদ্দিন (৪০), মোঃ ফারুক (২৭), বাকলিয়া থানার আসামি মোঃ আকরাম হোসেন প্রকাশ আকবর সরকার (২৫), মোঃ সোহেল (২৭), জহিরুল ইসলাম (৪৫), মোঃ শাহিনুর রহমান (৩২), কর্ণফুলী থানার আসামি মোঃ সালাহ উদ্দিন (৩০), চকবাজার থানার আসামি মোঃ শাকিল (২৪), মোঃ আনোয়ার হোসেন প্রকাশ মালিঙ্গা (২৬), মোঃ হুময়ুন

কবির (৪৫), পাহাড়তলী থানর আসামি মোঃ নাজিম উদ্দিন (৩৪), বন্দর থানার আসামি মোঃ মানিক (২৫), ইপিজেড থানার আসামি আব্দুল কাদের ইমন (২৩), আসাদুজ্জামান রাফি (২৬), কোতোয়ালী থানার আসামি মোঃ ইউনুছ (২৯), মোঃ ইমাম হোসেন (৩৭), মোঃ রহমত (৩২), খুলশী থানার আসামি নুরুল হক (৩২), মোঃ বাবুল (২০), মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও পাঁচলাইশ মডেল থানার আসামি কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন হায়দার (৪৭)।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ