আজঃ রবিবার ২২ জুন, ২০২৫

গুম, খুন ও সকল গণহত্যার দ্রুত বিচার করতে হবে -মিজানুর রহমান চৌধুরী

প্রেস রিলিজ

২৮ অক্টোবর লগ্গি বৈঠা, পিলখানা গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও সকল গুম, খুনের দ্রুত বিচার দাবিতে লাভ বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি, লাভ বাংলাদেশের প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী-বিএনপির দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করাসহ চট্টগ্রামের মাফিয়া, গরুচোর ও ব্যবসায়ী এস আলমের অবৈধ সম্পদও বাজেয়াপ্ত করা জরুরি হয়ে পড়েছে। এস আলম ব্যাংক দখল থেকে শুরু করে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিলো সারাদেশে। স্বৈরাচার শাসকের পতনের মধ্য দিয়ে জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। এ আন্দোলনের সকল কৃতিত্ব ছাত্র-ছাত্রীদের। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান মিজানুর রহমান চৌধুরী। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য জাতি আজ আলোর মুখ দেখতে পেয়েছে। আমরা যেন এ সফলতা ধরে রাখতে পারি। তাদেরকে যেন ভুলে না যাই।

১৭ আগস্ট শনিবার সকাল সাড়ে ১১ টায় লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর কার্যালয়ে মহানগর সভাপতি লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি আলোচক ছিলেন সংগ্রামী রাজনীতিবিদ, লাভ বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সেলিম উল্লাহ, রাজনীতিবিদ ফিরোজ চৌধুরী, মোঃ শহিদুল ইালাম শহিদ (চেয়ারম্যান)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকাসহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। জবাবদিহি ও আইনের শাসন বজায় রাখতে পারেনি আওয়ামী লীগ। অকার্যকর বিচার ব্যবস্থার কারণে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে এসব বিচারবহির্ভূত হত্যা, গুম, খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করা হয়। এসব বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনের ঘটনার মধ্যে নির্যাতনে হত্যা, ক্রসফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো ঘটনা সংঘটিত হয়।

কবি নজরুল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলাউদ্দিন বেলাল তার ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করে বলেন, আমরা একটি স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছি। এ স্বাধীনতা রক্ষা করা নাগরিকদের দায়িত্ব।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন লাভ বাংলাদেশের চীফ কোর্ডিনেটর সাইকোলজিস্ট আ.ন.ম তাজওয়ার আলম, সাংবাদিক ও রাজনীতিবিদ মৌলানা নুর মোহাম্মদ, সাংবাদিক শাহজালাল, লাভ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও মহানগর সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কবি নজরু কলেজের আন্দোলনকারী আলাউদ্দিন বেলাল, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক মো. দিদারুল কবির, সাংবাদিক মো. রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক তারেকুল ইসলাম, রাকিবুল ইসলাম, সাংবাদিক নুরুল আযম, শান্ত।
এছাড়াও বাংলা টিভি,বিজয় টিভি, মাই টিভি, গ্লোবাল টিভি ও অনলাইন নিউজপোর্টালের বেশ কজন সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মারহত্যা ।

চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ায ইনজামুল হক বাবু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (২০ জুন) শুক্রবার সকাল ১০ টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার ৬ নং পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শেখ আহমদ আলীর বাড়ির নুরুল হকের ছেলে। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) খাইরুল ইসলাম বলেন, গতকাল (১৯;জুন)

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ কক্ষে বাবু নামের এক যুবক ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন,পরিবারিক সূত্রে জানতে পারলাম প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে সে আত্মহত্যা করেছে, তবে তা এখনো নিশ্চিত না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজশাহীতে বাথরুমে করোনা রোগীর মৃত্যু।

রাজশাহীতে বাথরুমে পরে করোনা রোগীর মৃত্যু ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমে পড়ে করোনা আক্রান্ত মনসুর রহমান (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। রামেক হাসপাতালে এঘটনা ঘটে। মৃত মনসুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম জানান, মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়েলে তাকে ১৬ জুন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিলো। তার শ্বাসকষ্ট ছিলো।

তিনি আরো জানান, ১৯ জুন সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে বাথরুমে যান।এ সময় তিনি ভেতর থেকে বাথরুমে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙ্গে বাথরুমে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শ্বাসকষ্টে মারা যেতে পারেন ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ