আজঃ শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে সমাজকর্মীদের সাকাশে জামায়াতের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আমাদেরকে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদেরকে নিতে হবে। গোটা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে।
গত শনিবার রাতে নগরীর আকবরশাহ থানা জামায়াত আয়োজিত সমাজকর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য তার নেতৃত্ব আজ আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকলকে কাছে টেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।
আকবরশাহ থানার আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে থানা সেক্রেটারি রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, ওয়ার্ড আমীর মোরশেদ জিয়াউদ্দিন, জামায়াত নেতা মো. নুরুল আলম, ইউসুফ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল কমিটি অনুমোদন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদল কমিটি ৭১বিশিষ্ট।
সভাপতি কাজি ফোরকান রেজা ও সাধারণ সম্পাদক রেজাউল আলম সোহাগ কে দিয়ে ৭১ বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করেন চট্টগ্রাম মহানগরীর।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মহানগর সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি – ফোরকান রেজা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাজেন হোসেন সম্রাট ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ নুর জনি সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনআহমদ নুর এরিক, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ। বিশেষ অতিথি বক্তব্য তিনি বলেন এ সরকারের প্রথম সংস্কার হলো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।
সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে। চারদিকে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি০১/০২/২০২৪ ইং
কাজি ফোরকান রেজা ও সাধারণ সম্পাদক রেজাউল আলম সোহাগ কে মোট ৭১সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর শাখা কমিটি ঘোষনা করে, প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন হোসেন সম্রাট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মালেক সুমন। সেইসাথে তারা এই কমিটি স্বাক্ষর করে অনুমোদন দেন।

প্রধান অতিথির বক্তব্য রাজেন হোসেন সম্রাট তিনি বলেন। সভায় উপস্থিত অতিথিবৃন্দ সঠিকভাবে দায়িত্ব পালন এবং দলের প্রতি আনুগত্য থাকার পরামর্শ দেন। সেইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম এবং আরো যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশ’র সেক্রেটারী জেনারেল নিযুক্ত হলেন চট্টগ্রামের সৈয়দ মোস্তফা আলম।

বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল এর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল নিযুক্ত হলেন চট্টগ্রামের মানবাধিকার ব্যক্তিত্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মোস্তফা আলম। ২০২৫-২০২৬ সালের জন্য বাংলাদেশে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এ দায়িত্ব অর্পণ করা হয়। এ সংগঠন জাতি সংঘের নিয়ন্ত্রণাধীন এবং

ইউরোপিয়ান পুলিশ কমিটির আওতাধীন বিশ্বের সর্বোচ্চ সংস্থা। সৈয়দ মোস্তফা আলম ইতিমধ্যে ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেইফটি পিচ এন্ড জাসটিস (আইপিএসপিজে) এর বাংলাদেশে সেক্রেটারী জেনারেল, আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংগঠন

(ইউসিপিএলআরএফ) এর বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পর্যটন শিল্পী উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান, ক্রেতা সুরক্ষা আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট এর চেয়ারম্যান, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান, সেইফ দ্যা স্পোর্টস চিটাগাং এর প্রধান সমন্বয়কারী এর দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি

বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এ দায়িত্ব পালনে বাংলাদেশের মানবাধিকার সংগঠকদের ঐক্যবদ্ধ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ মানবাধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ