এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল। এ সময়ের ভেতর দাবি আদায় না হলে এমডির পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন। সোমবার সকালে এক বিক্ষোভ সমাবেশ করে তারা এ সময় বেঁধে দেন।
এর আগে, গত রোববার দুপুরে ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহর পদত্যাগসহ ১৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
চার দফা দাবিগুলো হলো, চট্টগ্রাম ওয়াসার সহকারী পাম্প চালকদের করা মামলা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের রায় সঠিকভাবে বাস্তবায়ন এবং আইনগত জ্যেষ্ঠতা প্রদান করতে হবে। অবিলম্বে কো-অপারেটিভের নামে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে লাখ লাখ টাকা লুটপাট বন্ধ করতে হবে এবং অবৈধ স্থাপনা গুলো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিতে হবে। কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ড ফান্ডের ২০২৪ পর্যন্ত চূড়ান্ত হিসাব আপডেট করতে হবে এবং চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা চাকরি থেকে অবসর গ্রহণের পর ১৫ দিনের মধ্যে চূড়ান্ত পাওনা পরিশোধ করতে হবে।
















