
নওগাঁয় গণঅভ্যুথানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে
সাক্ষাৎ ঐক্য প্রতিষ্ঠা এবং দূর্নীতি চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে, শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে
১২ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে নওগাঁর শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভা করা হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমম্বয়ক, মো: মাহিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, কুররাতুল আইন কানিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বয়ক, মাহাদী হাসান মাহাইর,
বি ইউ পি সমন্বয়ক ইফতেখার আলম আসাদসহ শহীদ পরিবারের আত্মীয় সজন ও নওগাঁ জেলার সকল উপজেলার ছাত্র আন্দোলনকারী উপস্থিত ছিলেন।
পরে তাঁরা বলেন নওগাঁয় ১১জন শহীদ ও আহত রয়েছে ২৩জন তাদের বিভিন্ন ভাবে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।