আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ভালুকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

ভালুকা উপজেলা প্রতিনিধিঃ 

১২ ই রবিউল আউয়াল সোমবার বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেছিলেন। রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলার সকল তরিকার পীর মাশায়েখ ও আহলে বায়াত এবং পাক পাঞ্জাতনের অনুসারী ও ভক্তবৃন্দের উদ্যোগে র‍্যালীও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ১৬ সেপ্টেম্বর  সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন বটটিলা মাজার প্রাঙ্গন হতে র‍্যালী বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাজারে গিয়ে শেষ হয়। 

এ সময় মনিরুল ইসলাম (মনির মেম্বার) আশেকে রাসুল এর সভাপতিত্বে আলোচনা করেন  সৈয়দ মজিবুর রহমান চিশতী , বাংলাদেশ তরিকত ফেডারেশন ভালুকা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহ্ মোঃ কায়কোবাদ হোসেন মাইজভান্ডারী, ইমন আহমেদ জর্জ (দয়াল), মনির শাহ চিশতি, ফয়সাল বিন হাফিজ, শফিকুল আলম, সাইফুল ইসলাম ভান্ডারি সহ ভালুকার পীর মাশায়েখ ভক্ত বৃন্দ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মদনে লেখক কবি ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নেত্রকোনা মদন উপজেলায় মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস। এ সময় সাহিত্য আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক। এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চারণকবি লেখক মুকলেছ উদ্দিন,মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার,লেখক,কবি তালুকদার সারোয়ার

আরেফিন,কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ। প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সাহিত্য আড্ডার মধ্যমণি বাবু রাখাল বিশ্বাস বলেন,সাহিত্য সংস্কৃতি চর্চা বর্তমান প্রজন্মসহ সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হোক তিনি এই প্রত্যাশা করেন।

মাইজভান্ডার দরবারের আওলাদে পাকগণের সাথে মাইজভাণ্ডারী ঘরানার আলেমদের মতবিনিময়

আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদায় বিশ্বাসী তরিকতপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া নিয়ে মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণের সাথে মতবিনিময় করেন মাইজভাণ্ডারী ঘরানার আলেম ওলামাগণ। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় তরিকাপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া কে এগিয়ে নিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সম্মানিত আওলাদে পাকগণের মধ্যে প্রতিনিধিত্ব করেন, ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী ( গাউসিয়া রহমানীয়া মইনীয়া মনজিল), সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া হক মঞ্জিল), সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ মিশকাতুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল),
এ্যাড. সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল), সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ কামরুল হাছান মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ গোলাম মুস্তাফা মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি), সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি)।
আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আল্লামা সাকিউল কাউসার, আল্লামা শায়েস্তা খান আজহারী, মাওলানা মাসুম কামাল আজহারী, মুফতি আল্লামা বাকিবিল্লাহ্ আজহারী, আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি, আল্লামা মিনহাজুল ইসলাম সহ আরো অনেকেই।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ