
চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের সমাধি ভাংচুর ও আগুন দিয়েছে দুবৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী গ্রামের আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বাদলের সহধর্মিনী সেলিনা খান বাদল। সেলিনা খান বাদল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্টে বলেন, ‘আমি মিসেস মঈনুদ্দিন খান বাদল, আমার স্বামী (বাদল) ২০১৯ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন। কতিপয় সন্ত্রাসী আজ (মঙ্গলবার) দুপুরে গাড়ি নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈতৃক ভিটায় অবস্থিত কবরের ওপরের লাগানো ফুল গাছে এবং কবরে আগুন দিয়ে ভাঙচুর করেছে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।
প্রসঙ্গত, তুখোর পার্লামেন্টারিয়ান মঈন উদ্দীন খান বাদল ২০০৮ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দুই-দুইবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারি ক্রয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৯ সালের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পশ্চিম সারোয়াতলী বাড়ির পাশে তাকে কবর দেয়া হয়।
