
কুমিল্লার চৌদ্দগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ টাকা, ঢেউটিন ও ধানের চারা বিতরণ করেছে কুমিল্লা সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কালিকাপুর ইউনিয়নের কে কে নগর, জামমুড়া গ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বি আর বাইশ (নাভিজাত) ১৫ বিঘা জমির ধানের চারা, সার ও আন্ত পরিচর্যার জন্য নগদ টাকা এবং ঘোলপাশা ইউনিয়ন যুগিরখিল এলাকায় বন্যায় পানিতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের জন্য আছিয়া বেগমের হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেন কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার এএফডব্লিউসি পিএসসি, অধিনায়ক ২৩ বীর লেঃ কর্ণেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি, ৪৪ পদাতিক ব্রিগেড বিএম মেজর কাজী গোলাম শাহাদৎ হোসেন, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মোঃ মাহিন আলম, লেঃ তাইজুল ইসলাম জিহাদ, এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লিলিমা মরিয়ম মৌ, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হোসেন মজুমদার, উপ সহকারি কর্মকর্তা বিজন কুমার দেব প্রমুখ।