
এসডিজি ইয়ুথ ফোরামের সেমিনারে বক্তারা
গুণগত মান সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
(এসডিজি-৩) বিষয়ক সমিনার চট্টগ্রাম ইটারন্যাশনাল মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের কনফারেন্স হলপ সম্পন্ন হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইউএসটিসি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। মুখ্য আলেচক ছিলেন চিকিৎসাবিজ্ঞানী ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইমরান বিন ইউনুস। সূচনা বক্তব্য রাখেন চট্টগ্রাম ইটারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুর রাজ্জাক খান। এসডিজি ইয়ুথ ফেরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, শিক্ষাবিদ প্রফেেসর এওয়াইএমডি জাফর, এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, পাবলিক হেলথ ফোরাম, চট্টগ্রামের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. দেওয়ান মো. আসাদুল্লাহ, কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি, মানবাধিকার সংগঠক লায়ন সাজ্জাদ উদ্দিন, উনয়ন সংগঠক সাহল আক্তার খান, সমাজকর্মী জিএম সাইদুর রহমান মিটু, উদ্যোক্তা শাহাদাত বিন আশরাফ সায়মন, অর্থনীতিক সয়দ মিনহাজুর রহমান, নেছার আহমদ খান, একিউএম মোছলেহ উদ্দিন, সংস্কৃতি কর্মী শহিদুর রহমান খোকন, বিহভিয়ার থেরাপিস্ট তাসমিয়া রহমান, জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদের সভাপতি মো আলমগীর, এসডিজি ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ যথাক্রমে কায়ুমুর রশিদ বাবু, রাইহান ইসমাইল, শেখ আব্দুল্লাহ ইয়াছিন, আসিফ করিম সাকিব, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ প্রমুখ।