এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের রামুর ৫নং ফতেখাঁরকুল ইউনিয়ন এলাকায় ৮০ লিটার চোলাইমদ জব্দসহ দুই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি-কাউয়ারখোপ সড়কে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, রামু থানার ০৭ নং ওয়ার্ডের কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা গ্রামের রবি উল্লাহ (১৯) এবং ০৯ নং ওয়ার্ডের লামারপাড়া গ্রামের রায়হান উল্লাহ (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তি ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি-কাউয়ারখোপ সড়কে একটি অটোরিকশা তল্লাশি করে ৮০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে চোলাইমদ বহনকারী একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রামু থানায় মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।
বিশেষজ্ঞদের মতে, মাদকের বিস্তার রোধে সরকারকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।










