
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে বুধবার (২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র অনুপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আড়ম্বরপূর্ণ, শান্তিপূর্ণ, আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।
মোহনগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপি’র নেতাকর্মী কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না।এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইউএনও বলেন, বিএনপিকে দাওয়াত দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের কে দাওয়াত দেওয়া হয়নি। আলাদাভাবে পূজার বিষয়ে সভা করা হবে।
এতে আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম মিয়া, মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুজ্জামান, উপজেলা জামাতের আমির হামিদুল্লা তালুকদার, পৌর শাখার মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতা রুহুল আমিন নগরী, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন ,পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নান্টু রায়, বিপ্লব রায়, সুনীল রায় প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ৩৪ টি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাসহ মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান চয়ন উপস্থিত ছিলেন।