আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বিএনপির মতবিনিময় সভা

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটায় পূজা মন্ডপ প্রতিনিধিদের সাথে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা শাখার আয়োজনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুুল, দেবহাটা পূজা উৎযাপন কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) অজয় কুমার ঘোষ, দেবহাটায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্র কান্ত মল্লিক, গাজীরহাট মন্দিও কমিটির সভাপতি শরৎচন্দ্র ঘোষ প্রমুখ। এসময় উপস্থিত বিএনপি নেতা হাসান সারাফী, মাসুম বিল্লাহ, জাকির হোসেন, কামাল হোসেন, এড. জাহাঙ্গীর বাবু, সুমন পারভেজ, গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, আবুল হোসেন বকুল, রাজীব হোসেন রাজু, রুহুল আমিন, গোলাম রসুল, রুহুল কুদ্দুস খোকন, আবু সাঈদ, মন্টু মেম্বর, বাবলু, তুহিন, ডালিম হোসেন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। সনাতন ধর্মাবলম্বীরা এবার পূজায় শান্তিপূর্ন ভাবে তাদের ধর্ম পালন করবেন। কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে বিএনপি নের্তৃবৃন্দদেরকে অবিহিত করবেন। আমরা আপনাদের সবধরনের সহযোগিতা করবো। বক্তরা আরে বলেন, দেবহাটায় ২১টা পূজা মন্ডপে শারদীয় দূর্গা পূজা উদযাপন করা হচ্ছে। প্রত্যেকটি পূজা মন্ডপে নিরাপত্তার জন্য কর্মীরা সার্বিক সহযোগিতা করবে। আপনারা আগে যেমন শান্তিতে ছিলেন এখনো তেমনি থাকবেন। আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলেয়ে চলবো, কারোর প্রতি অন্যায় ভাবে জুলুম হলে তাদের চিহ্নত করে বিচারের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাইজভান্ডার দরবারের আওলাদে পাকগণের সাথে মাইজভাণ্ডারী ঘরানার আলেমদের মতবিনিময়

আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদায় বিশ্বাসী তরিকতপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া নিয়ে মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণের সাথে মতবিনিময় করেন মাইজভাণ্ডারী ঘরানার আলেম ওলামাগণ। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় তরিকাপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া কে এগিয়ে নিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সম্মানিত আওলাদে পাকগণের মধ্যে প্রতিনিধিত্ব করেন, ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী ( গাউসিয়া রহমানীয়া মইনীয়া মনজিল), সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া হক মঞ্জিল), সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ মিশকাতুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল),
এ্যাড. সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল), সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ কামরুল হাছান মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ গোলাম মুস্তাফা মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি), সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি)।
আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আল্লামা সাকিউল কাউসার, আল্লামা শায়েস্তা খান আজহারী, মাওলানা মাসুম কামাল আজহারী, মুফতি আল্লামা বাকিবিল্লাহ্ আজহারী, আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি, আল্লামা মিনহাজুল ইসলাম সহ আরো অনেকেই।

যাকাত-ওশর আদায় ও বন্টন শীর্ষক সেমিনার সফল করুন-আলহাজ্ব শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে “বাংলাদেশে যাকাত-ওশর আদায় ও বন্টন, অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

নগরীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে অনুষ্ঠিতব্য সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ. টি এম. মাসুম, সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী, সেমিনারে আলোচক হিসেবে থাকছেন

চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। এছাড়া উক্ত সেমিনারে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাগণ উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে “বাংলাদেশে যাকাত-ওশর আদায় ও বন্টন, অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা” শীর্ষক সেমিনার সফল করার আহ্বান জানান নগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ