
কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে সানজিদ হোসেন ( ১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গুনবতী স্টেশন মাষ্টাট খিরেদ খত্রিয়ান।
সানজিদ কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের খালেদ হোসেনের ছেলে। সানজিদ স্হানীয় গুনবতী ডিগ্রি কলেজের একদাশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র ।
জানা যায় সানজিদ ( ৪ অক্টোবর) শুক্রবার সকালে গুনবতী বাজার থেকে নাস্তা নিয়ে গুনবতী স্টেশনের পশ্চিম পার্শে ফুফুর বাড়ী যাচ্ছিলো। স্টেশন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতিতে ছিলো, সে সময় চট্টগ্রাম থেকে ছেডে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিলো। সানজি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি খেয়ান না করায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।। সানজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
আজ সকাল ১১ টায় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মু.খালেদ হোসেনের বড় ছেলে সানজিদ ট্রেন দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সানজিদ গুনবতী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জানা যায়
গুনবতী রেল স্টেশনের পাশেই তার ফুফুর বাড়ি।
সানজিদ গুনবতী বাজার থেকে নাস্তা নিয়ে ফুফুর বাড়ীতে যাচ্ছিল।
স্টেশনে তখন চট্রগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস দাড়ানো ছিল, এবং ঢাকা অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস বিপরীত দিক থেকে আসতেছিল।
সানজিদ সাগরিকা ট্রেন যে লাইনে দাড়ানো ছিল সেটা পার হচ্ছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস সে খেয়াল করেনি। যখনি সে প্রথম লাইন পার হয়ে দ্বিতীয় লাইনে পা দিল তখনিই সে সোনার বাংলা ট্রেনের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল এবং স্পট ডেথ হয়ে গেল। তার হাতে থাকা নাস্তার প্যাকেট পাশে পড়ে রইল।
সানজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯ টা গুনবতী ফারুকিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
