আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে সানজিদ হোসেন ( ১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গুনবতী স্টেশন মাষ্টাট খিরেদ খত্রিয়ান।
সানজিদ কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের খালেদ হোসেনের ছেলে। সানজিদ স্হানীয় গুনবতী ডিগ্রি কলেজের একদাশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র ।
জানা যায় সানজিদ ( ৪ অক্টোবর) শুক্রবার সকালে গুনবতী বাজার থেকে নাস্তা নিয়ে গুনবতী স্টেশনের পশ্চিম পার্শে ফুফুর বাড়ী যাচ্ছিলো। স্টেশন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতিতে ছিলো, সে সময় চট্টগ্রাম থেকে ছেডে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিলো। সানজি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি খেয়ান না করায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।। সানজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আজ সকাল ১১ টায় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মু.খালেদ হোসেনের বড় ছেলে সানজিদ ট্রেন দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সানজিদ গুনবতী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জানা যায়
গুনবতী রেল স্টেশনের পাশেই তার ফুফুর বাড়ি।
সানজিদ গুনবতী বাজার থেকে নাস্তা নিয়ে ফুফুর বাড়ীতে যাচ্ছিল।
স্টেশনে তখন চট্রগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস দাড়ানো ছিল, এবং ঢাকা অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস বিপরীত দিক থেকে আসতেছিল।
সানজিদ সাগরিকা ট্রেন যে লাইনে দাড়ানো ছিল সেটা পার হচ্ছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস সে খেয়াল করেনি। যখনি সে প্রথম লাইন পার হয়ে দ্বিতীয় লাইনে পা দিল তখনিই সে সোনার বাংলা ট্রেনের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল এবং স্পট ডেথ হয়ে গেল। তার হাতে থাকা নাস্তার প্যাকেট পাশে পড়ে রইল।
সানজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯ টা গুনবতী ফারুকিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্ত্রী অগ্নিদগ্ধ আর স্বামী পলাতক

রাজশাহী নগরিতে একটি বাড়ীথেকে হেলেনা আক্তার (৩৫) নামের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে নময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

ওই নারী নগরের চন্দ্রিমা থানার নামো ভদ্রা রেললাইনের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল। তিনি হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। ঘটনার পরথেকেতার স্বামী আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ। হেলেনা দুবছর আগে
সৌদী আরবে ছিলেন।

নিহতের মা ও ভাইয়ের দাবি, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, ‘সকাল ৯টার দিকে এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।’
তিনি জানান, ঘরে তেমন আসবাবপত্র নেই। মেঝেতেই ঘুমাতেন ওই নারী। আগুনে পুরো শরীর ঝলসে গেছে। পাশে শুধু একটা মশারিতে পোড়া চিহ্ন দেখা গেছে। আর
কিছু পোড়েনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, হেলেনার আগের স্বামীর একজন ছেলে আছে। সে মাদ্রাসায় আবাসিক থাকে। দ্বিতীয় স্বামীকে নিয়ে হেলেনা একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। যে ঘরে তারা থাকতেন তার পাশের ঘরে আরেক প্রতিবন্ধী নারী থাকেন।
প্রতিবেশি ঐনারী পুলিশকে জানিয়েছেন, আগুন লাগলে হেলেনার চিৎকার করার কথা।তিনি রাতে কোনো চিৎকার শোনেননি।

পুলিশ জানায়,তবে মৃত্যু কীভাবে হয়েছে তা পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।’

আমরা জিজ্ঞাসাবাদের জন্য হেলেনার স্বামী আলমগীরকে খুঁজছি। কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। তাই মনে করা হচ্ছে তিনি পালিয়েছেন। তাকে খোঁজা হচ্ছে।

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি, ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ

চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তি করার একটি গুদামে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় সেখান থেকে ১৬৭২টি খালি সিলিন্ডার জব্দ করা হয়েছে। শনিবার গভীর রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি গুদামে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গুদামটি মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি টিম গিয়ে ওই গুদামটি ঘিরে ফেলে। পরে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে গুদামে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানিয়েছেন, গুদামটিকে ক্রস ফিলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ভর্তি করা হয়। এরপর সেগুলো আরও ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের বিভিন্নস্থানে সরবরাহ করা হয়। অভিযানে গুদামটিতে কাউকে পাওয়া যায়নি। ১৬৭২টি গ্যাস সিলিন্ডার এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ গুদামটি বন্ধ করে দেয়া হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ