আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে সানজিদ হোসেন ( ১৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গুনবতী স্টেশন মাষ্টাট খিরেদ খত্রিয়ান।
সানজিদ কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের খালেদ হোসেনের ছেলে। সানজিদ স্হানীয় গুনবতী ডিগ্রি কলেজের একদাশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র ।
জানা যায় সানজিদ ( ৪ অক্টোবর) শুক্রবার সকালে গুনবতী বাজার থেকে নাস্তা নিয়ে গুনবতী স্টেশনের পশ্চিম পার্শে ফুফুর বাড়ী যাচ্ছিলো। স্টেশন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতিতে ছিলো, সে সময় চট্টগ্রাম থেকে ছেডে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিলো। সানজি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি খেয়ান না করায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।। সানজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আজ সকাল ১১ টায় চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মু.খালেদ হোসেনের বড় ছেলে সানজিদ ট্রেন দূর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সানজিদ গুনবতী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জানা যায়
গুনবতী রেল স্টেশনের পাশেই তার ফুফুর বাড়ি।
সানজিদ গুনবতী বাজার থেকে নাস্তা নিয়ে ফুফুর বাড়ীতে যাচ্ছিল।
স্টেশনে তখন চট্রগ্রাম অভিমুখী সাগরিকা এক্সপ্রেস দাড়ানো ছিল, এবং ঢাকা অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস বিপরীত দিক থেকে আসতেছিল।
সানজিদ সাগরিকা ট্রেন যে লাইনে দাড়ানো ছিল সেটা পার হচ্ছিল, কিন্তু বিপরীত দিক থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস সে খেয়াল করেনি। যখনি সে প্রথম লাইন পার হয়ে দ্বিতীয় লাইনে পা দিল তখনিই সে সোনার বাংলা ট্রেনের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল এবং স্পট ডেথ হয়ে গেল। তার হাতে থাকা নাস্তার প্যাকেট পাশে পড়ে রইল।
সানজিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯ টা গুনবতী ফারুকিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় উপজেলা নির্বাচন কমিশন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি।

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় পরিচয় পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা সকাল ১১ টা থেকে বেলা দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি করেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম বলেন, সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।জাতীয় পরিচয় পত্র অন্য কোথাও স্থানান্তর  হলে বিপুল অর্থের প্রয়োজন হবে যা বিনামূল্যে নির্বাচন কমিশনের জনবল করে দিচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার মুহাম্মদ আব্দুল মালেক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আব্দুল কুদ্দুস ও অফিস সহায়ক মো. তোফাজ্জল হোসেন সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো; চাঁদপুরের কচুয়ার মনপুরা এলাকার আবদুল মান্নানের ছেলে আবদুল হান্নান(৩৫), লক্ষীপুরের রায়পুরের চরমোহনার মৃত সিরাজ মোল্লার ছেলে শরীফ হোসেন(৪৫), কুমিল্লার চান্দিনার নুরপুরের তাজুল ইসলামের ছেলে মোঃ আলা উদ্দিন(৩৫) ও

জোরপুকুরিয়ার মৃত হাজী রমিজ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম(৬০)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা এলাকায় একই কায়দায় কুয়েত প্রবাসী নাইমুল ইসলাম ও মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের ভাড়া গাড়িতে ডাকাতি করে সর্বস্ব লুটে নেয় সংঘবদ্ধ ডাকাতদল। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশসহ কয়েকটি গোয়েন্দা সংস্থা। মহাসড়কের সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গত দুইদিন চাঁদপুর ও কুমিল্লা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ডাকাতির মালামাল
উদ্ধার করা করে পুলিশ। আটককৃত ডাকাতদলের সদস্য আবদুল হান্নান, শরীফ হোসেন, আলা উদ্দিন ও নজরুল ইসলামকে গ্রেফতারের পর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি স্টিলের কিরিচ, দুইটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, একটি লোহার শাবল, একটি লোহার রড, একটি মোটা রশি জব্দ করা হয়। এছাড়া ডাকাতদল থেকে ১৬ কুয়েতি দিনার, ৮০ মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশী ৩৫০০ টাকা ও একটি বিদেশী কম্বল উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় প্রবাসীদের থেকে লুণ্ঠিত কুয়েতি দিনার ও মালয়েশিয়ান রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।

ছবির ক্যাপশান: কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ৪ ডাকাত গ্রেফতার

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ