আজঃ সোমবার ২৩ জুন, ২০২৫

চট্টগ্রামে প্রেমের সর্ম্পকের জেরে তরুণী খুন ঃ যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরে ১৮ বছর বয়সী তরুণী খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার লিচুবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কের সন্দেহে ওই তরুণীকে খুন করা হয়।গ্রেফতার মো. তারেকের (২০) বাড়ি ভোলায়। তিনি নির্মাণশ্রমিকের কাজ করতেন। আর খুনের শিকার মরিয়ম আক্তার সামিরার (১৮) বাড়ি পটুয়াখালী সদরে। তিনি নগরীর একটি পোশাক কারখানার কর্মী।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান জানান, শুক্রবার রাত ৯টার দিকে পাঁচলাইশের হাদু মাঝির পাড়া এলাকায় সামিরাকে মোবাইলে কল করে বাসা থেকে ডেকে এনে গলায় ছুরিকাঘাত করে খুন করেন তারেক। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত ছয় মাস ধরে তারেকের সঙ্গে সামিরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। শুক্রবার রাত ৮টার দিকে তারেক সামিরাকে কল দিয়ে দেখা করতে বলেন।
তিনি জানান, সামিরা তারেকের সঙ্গে দেখা করতে এলে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডতা হয়। এর পর তারেক ছুরিকাঘাত করে সামিরাকে খুন করে তার নানা বাড়ি রাঙ্গুনিয়ায় পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে তারেককে শনাক্ত করে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে লিচুবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক আমাদের জানিয়েছেন, তার এক বন্ধুর সঙ্গে সামিরার সম্পর্ক ছিল। এজন্য সামিরা তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে। তাই সে তাকে খুন করেছে। তবে আমরা এরকম কোনো কিছু খুঁজে পাইনি। হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি সে ভাসমান একটি ভ্যানগাড়ি থেকে কিনেছে বলে আমাদের জানিয়েছে। সেটা আমরা উদ্ধার করেছি। এ ঘটনায় নিহত সামিরার ভাই একটি হত্যা মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে গাঁজা ও ইযাবা সহ মহিলা গ্রেপ্তার

রাজশাহীতে গাঁজা ও ইয়াবা সহ মহিলা গ্রেপ্তার হয়েছে ।
রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবাসহ একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: খালেদা বেগম (৪০)। সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো: জীবন রাইহান সেলিমের স্ত্রী।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত নিয়মিত অভিযান পরিচালনা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হরিষার ডাইং এলাকায় একটি বাড়িতে গাঁজা ও ইয়াবা বিক্রি হচ্ছে। তাৎক্ষণিকভাবে এসআই মো: আব্দুল্লাহেল বাকীর নেতৃত্বে সকাল পৌনে ৭টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভিযুক্ত খালেদা বেগম পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে বিকাল ৪টায় আবার অভিযান চালিয়ে শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত খালেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহমখদুম থানায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে ।

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার পশ্চিম খাতুরিয়া গ্রামের নুরুল আলমের ছেলে আবুল কাশেম ওরফে জামাই কাশেম, কক্সবাজারের চকরিয়া পৌরসভার ফুলতলা গ্রামের মৃত জেবল হোসেনের ছেলে ছাদেকুর রহমান, চকরিয়া বাজারপাড়া গ্রামের মো. মাসুকের ছেলে মো. কামাল এবং পূর্ব বড় ভেওলা সিকদারপাড়ার মৃত আলমগীরের ছেলে কেফায়েত হোসেন। গ্রেফতার আবুল কাশেমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা ও নারী-শিশু নির্যাতনসহ অন্তত ১১টি মামলা রয়েছে। অপর ৩ আসামির বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন একটি গাড়ি থামানো হলে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড ১২ বোর কার্তুজ, ১টি রামদা, ১টি স্প্রিং চাকু ও ২টি ধারালো চাকু, ১টি লোহার কাঁচি, ২টি শাবল, ৪টি মোবাইল ও ১টি পোর্টেবল হার্ডডিস্ক, নগদ ১৬ হাজার টাকা ও ৮২৪ টাকার খুচরা কয়েন এবং ডাকাতিতে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপ জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চট্টগ্রামের পটিয়া থানার ফকিরপাড়া এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সেখানে ডাকাতি করে লুণ্ঠিত অর্থ ও মালামাল কক্সবাজারের চকরিয়ায় নিয়ে যাচ্ছিল।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ