
বগুড়ায় রাকিবুল নামে এক যুবককে অপহরণের পর মারপিট করে গুরুতর আহত অবস্থায় সড়কের পাশে জঙ্গলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে এলাকাবাসি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বগুড়া সদরের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিবুলের স্ত্রীর বড় ভাই রকি চৌধুরী জানান, রাকিবুল মানিকচক এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করেন। গত বৃহস্পতিবার রাতে ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরপরই কয়েকজন দুর্বৃত্ত রাকিবুলকে অপহরণ করে নিয়ে যায়। এ খবর জানাজানি হলে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে রাকিবুলকে মানিকচক বন্দরের অদূরে কর্ণপুর এলাকায় এক জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
রাকিবুলের স্বজনরা জানান, গত বছরের ১১ অক্টোবর তার ছোট ভাই রোহান চৌধুরীকে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে অপহরণ করে এলাকায় নিয়ে এসে পিটিয়ে হত্যা করা হয়। রোহান হত্যার ঘটনায় তার বাবা কামাল চৌধুরী বাদি হয়ে সেচ্ছাসেবক লীগ নেতা লুৎফর রহমান মিন্টু ও কৃষক লীগ নেতা গিয়াস উদ্দিনসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। সেই মামলায় ওই দুজন দীর্ঘ কয়েক মাস কারাগারে ছিলেন। সম্প্রতি তারা জামিনে মুক্ত হন। এর পর থেকেই মামলা আপোষের জন্য চাপ দিয়ে আসছিলেন। হত্যা মামলা তুলে না নেয়ায় রাকিবুলকে হত্যার চেষ্টা করা হয়।
বগুড়া সদর থানার ওসি মইনুদ্দীন জানান, রাকিবুলকে মারধোর করা হয়েছে। তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাকিবুলের পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে।