
জামালপুর মাদারগঞ্জে পূর্ণোগ্রাফী আইনে মামলা, ১ জন গ্রেফতার। জেল হাজতে প্রেরণ। জানা যায়, গতকাল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খিলকাটী গ্রামের মো.দুলাল মিয়ার মেয়ে মোছাঃ দোলনা কে পাশ্ববর্তী গ্রাম ফুলজোর ( জালারচর ) গ্রামের মো. ফকির গাবরার ছেলে মো. সোহেল গাবরা পছন্দ করা পাত্রী তার বাবা মায়ের ইচ্ছায় ইসলামী শরিয়ত মোতাবেক ১ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহের পর ঘর সংসার সুন্দর ভাবে চলে আসছে। সোহেল- দোলনা প্রতি দিন প্রতিক্ষন হাসিখুশি মেতে থাকতো। সেখানে গড়ে উঠেছে সুখের স্বর্গ। প্রতি দিন রাতেই চলতো মধুর মিলন। কিন্তু কে কার মনের খবর! কথায় বলে, আমি জাকে আপন ভাবি সে ভাবে পরম, সোহেল গাবরা প্রতি রাতেই (স্বামী – স্ত্রীর) তাদের সহবাসের অন্তরঙ্গের দৃশ্য গোপনে ক্যামেরায় ধারাবাহিক ভাবে ভিডিও করতো।
দোলনা এর এসবের কিছুই জানতো না। দোলনা মনের মাধুরি মিশিয়ে এইভাবে নিঃশব্দে ভালোবাসতো সোহেল গাবরা কে। এক দিন দু দিন দীর্ঘ ৩ মাস ধরে মো. সোহেল গাবরা তার স্ত্রী দোলনার সঙ্গে সহবাসের অন্ত রঙ্গের মূহুর্তের দৃশ্য গোপনে ভিডিও করে। শুধু ভিডিও করেই ক্ষান্ত হয়নি। তাও আবার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট ও ফেইসবুক ছড়িয়ে । এঘটনা দোলনা জানতে পেরে স্বামী সোহেল গাবরা কে জিজ্ঞেস করতেই রেগে ওঠে।
এঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এঘটনা কে কেন্দ্র করে মাঝে মাঝে দোলনা কে নির্যাতন করতো। সোহেল এর স্ত্রী দোলনা নির্যাতন সহ্য করতে না পেরে, তার হাতে মেহেদীর রং না শুকাতেই স্বামী সোহেল গাবরা কে তালাক প্রদান করে। এঘটনার জেরে গত ৫ অক্টোবর ২৪ দোলনার পরিবারের লোকজন তাদের নিকটতম আত্মীয় স্বজনদের নিকট জানতে পারেন দোলনার তালাক প্রাপ্ত স্বামী সোহেল গাবরা বিবাহের পর থেকে প্রতি রাতে দোলার সঙ্গে সহবাসের অন্তরঙ্গ মুহূর্তের গুলি ধারনকৃত ভিডিও এবং ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে মোছা: দোলনার পিতা দুলাল মিয়া বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় পূর্ণোগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেনা যাহার নম্বর ০৫, তাং ১০/১০/২৪ ইং
এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, বাদী দুলাল মিয়ার লিখিত অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামী সোহেল গাবরা কে গ্রেফতার করে ও অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামি সোহেল কে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিবাহের পরে দোলার সঙ্গে সহবাসের অন্তরঙ্গ মুহূর্তের গুলি ধারনকৃত ভিডিও এবং ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে মোছা: দুলনার পিতা দুলাল মিয়া বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় পূর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেছেন। যাহার নম্বর ০৫, তাং ১০/১০/২৪ ইং।
এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামী কে গ্রেফতার ও অশ্লীল ভিডিও ও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামি কে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

s