
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে মালেশিয়া যাওয়ার চেষ্টাকালে শতাধিক নারী-পুরুষকে ইনানী সৈকতে নামিয়ে দিয়ে পালিয়েছে মানব পাচারকারী’রা। এসময় ২৬ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা।
তাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ইনানী সৈকতে রেখে পালায় দালাল’রা।
কোস্টগার্ডের স্টেশনে খবর দেওয়া হলে তারা আসতে আসতেই ততক্ষণে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায় বলে জানা গেছে।

পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্টগার্ড স্টেশনে। বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আটক হওয়া রোহিঙ্গা’রা জানান, তারা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করছিলো দালালের মাধ্যমে। হটাৎ মায়ানমারের নৌবাহিনী জল সীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে এদিকে চলে আসে এবং তারা সাগরের মাঝে প্রায় ১০ দিন ছিলো।
