আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

কুতুবদিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : থানায় মামলা দায়ের

অন্তর দে বিশাল, কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারের কুতুবদিয়ায় ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত এক হিন্দু নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মুসলিম যুবকের বিরুদ্ধে। গত রোববার (১৩ অক্টোবর) উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের খুইল্যার পাড়া গ্রামের অর্জুন দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।ভিকটিম চম্পা দাশ (ছদ্মনাম) ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজের ৬ ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থী। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করলে ভিকটিমের মা মঙ্গলবার (১৫ অক্টোবর) কুতুবদিয়া থানায় এস্তাফ মাঝি নামে এক যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মায়ের অনুপস্থিতিতে বাড়িতে একা থাকা এক কিশোরীকে এস্তাপ মাঝি নামে এক যুবক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা-মা, যারা চট্টগ্রামের একটি গার্মেন্টসে কর্মরত, থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী কিশোরী মায়ের ফুফুর বাড়িতে থেকে পড়ালেখা করত। ছাত্রীর চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাকে উদ্ধার করে।
মামলার বাদী লাকী দাশ জানান, আমার মেয়েকে একা পেয়ে এস্তাফ মাঝি ধর্ষণের চেষ্টা করেছে কুতুবদিয়া থানায় আমি বাদী হয়ে মামলা করেছি। আসামীকে দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রীর এক নিকট আত্মীয় জানান, এস্তাপ মাঝি একজন চরিত্রহীন লোক এর আগেও সে হিন্দু মহিলার সাথে একই অপরাধ করেছে, তার বিচার না হওয়ায় সে বারবার একই অপরাধ করে যাচ্ছে। ঘটনার পর থেকেই ছাত্রীর পরিবার নিরাপত্তাহীনতায় আছে বলে জানান। 

স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর সাথে আমি কথা বলেছি, তাকে একা মেয়ে ধর্ষণের চেষ্টা করেছে, এস্তাপ মাঝি এর আগেও এক হিন্দু মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছিল। ভিকটিমের পরিবারকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। নিজে উপস্থিত হয়ে থানায় মামলা দায়ের করতে সহযোগিতা করেছি বলে জানান তিনি।

উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার বলেন, ঘটনাটি গ্রাম পুলিশের মাধ্যমে শুনার পর কুতুবদিয়া থানার ওসিকে অবহিত করেছি, ওসি পুলিশ পাঠিয়েছে, এটা হিন্দু নেতারাসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করে যাচ্ছে বলে শুনেছি।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তার মা লাকী দাশ বাদী হয়ে এজাহার দায়ের করেছে, এজাহারটি নিয়মিত মামলা হিসেবে রুজু করে আসামিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে র‌্যাব সদস্য হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজান (৫৩) ও সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. মামুন (৩৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি নগরের খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিজানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৬ জানুয়ারি ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় পৃথক অভিযানে সন্দেহভাজন পলাতক আসামি মো. মামুনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৭ জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।

এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‌্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় র‌্যাব-৭ এর পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম মহানগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন বলে জানা যায়।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ