আজঃ শনিবার ২২ মার্চ, ২০২৫

রাজশাহীতে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার- ২

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে পৃথক বিস্ফোরক মামলার গ্রেপ্তার ২ জন।
রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এবং গত ১৯ জুলাই ২০২৪ নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার পৃথক দুটি মামলায় এজাহার নামীয় দুই আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মাইনুল ইসলাম দিপু (২৬) ও নিশান সোহান (২৫)। মাইনুল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ও নিশান মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ সবজিবাগান এলাকার স্বপন শাহের ছেলে।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আসামি মাইনুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশের অপর আর একটি টিম আজ সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকা থেকে আসামি নিশানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে লকার থেকে স্বর্ণ গায়েব’র ঘটনায় স্বামীসহ গৃহকর্মী গ্রেফতার

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে একটি বাসা থেকে হারিয়ে যাওয়া চাবি দিয়ে লকারে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনায় স্বামীসহ ওই গৃহকর্মী ধরা পড়েছেন পুলিশের হাতে। এদিকে, তাদের গ্রেফতারের পর চুরি যাওয়া দশ ভরির মধ্যে উদ্ধার করা হয়েছে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার। এছাড়া, স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে নগরের কদমতলী রওশন মসজিদ গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গৃহকর্মী জাহেদা বেগম (৩০) ও তাঁর স্বামী নুরুল আলম (৩২)। জাহেদা বেগম সুবর্ণা আবাসিক এলাকাস্থ সামারা ভবনের ৪র্থ তলার শাহানাজ বেগমের বাসায় কাজ করতেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বাসার গৃহকর্মী ও তাঁর স্বামী মিলে হারিয়ে যাওয়া পুরোনো চাবি দিয়ে লকার থেকে স্বর্ণালংকার চুরি করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শাহানাজ বেগমের বাসা থেকে লকারের হারিয়ে যাওয়া একটি পুরোনো চাবি দিয়ে ১৫ লাখ টাকার ১২৩ গ্রাম স্বর্ণ চুরি করে গৃহকর্মী জাহেদা বেগম। চুরির কাজে তার স্বামী নুরুল আলম তাকে সহযোগিতা করে। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি স্বর্ণের গলার হারের ভাঙ্গা অংশ, ১ জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ১টি কালো ও নীল রংয়ের বেঙ্গলের নতুন ৭ ড্রয়ার বিশিষ্ট ওয়ারড্রপ, ১টি গাঢ় আকাশি ও বেগুনি রংয়ের টিনের কিচেন রেক, ১৫টি বিভিন্ন সাইজের এ্যালুমিনিয়ামের নতুন হাড়ি-পাতিল ও ঢাকনা, ৩ সেট নতুন থ্রি-পিস এবং স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পূর্বধলায় গাঁজাসহ নারী আটক।

নেত্রকোনা। নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক নারী হলেন, মোছা. রাবেয়া খাতুন (৬০)।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানাধীন গোহালাকান্দা ইউনিয়নের শুভখাই গ্রামে মৃত ময়েজ উদ্দিনের বাড়িতে গাঁজা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবরে পূর্বধলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ কেজি গাঁজাসহ মোছা. রাবেয়া খাতুনকে (৬০) আটক করে। তিনি শুভখাই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী। গাঁজার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারি নারী অবৈধ ভাবে মাদকদ্রব্য বিক্রয় করার উদ্দেশ্যে নিজের কাছে রাখার দায়ে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ