
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গত সোমবার (২৪শে মার্চ) এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ¦ আবু তাহের তালুকাদার। এ উপলক্ষে পূর্বধলা হেলিপ্যাড মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির।
পজেলা বিএনপরি যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহিদ ফকিরের সঞ্চালনয় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুর রহিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের জিপি এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমিনুল হক খান মুকুল, জেলা ও দায়রা জজ পিপি এডভোকেট আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য ও নারী কোর্টের পিপি নুরুল কবির রুবেল, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দীন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবুল হাসনাত বেপারি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালমান রহমান পল্লব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ। এ সময় পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, কৃষকদল, ছাত্রদলসহ অন্যান্য দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, আগামী দিনে আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তবে আমি কথা দিচ্ছি, আমার নেতাকর্মীদের মাথার তাজ করে রাখবো ইন শা আল্লাহ।
অন্যান্য নেতারা বলেন, লেডি ফেরাউন খ্যান খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাদের এ বিষয়ে সতর্ক থাকবে হবে। তারা আরও বলেন, বৃহদ দল হিসেবে দলে গ্রুপিং থাকতে পারে ধানের শীষের প্রশ্নে আমরা সবাই এক হয়ে কাজ করব। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদের স্মরণে এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এবং দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও: নূর মোহাম্মদ।