
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার সুযোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়ে এই মন্তব্য করেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে।
শাহ আলম মুকুল তার বক্তব্যে বলেন, সোনারগাঁ থানা বিএনপির কিছু হাইব্রিড নেতা দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের বিরুদ্ধে গণহারে মামলা দিয়ে মামলাবাণিজ্য করছে। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা উল্লেখ করেন এবং তারেক রহমানের নির্দেশে এসব হাইব্রিড নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রমজান আলী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মন সরকার।