
বগুড়া সদর থানাধীন নুনগোলা ডিগ্রী কলেজের সামনে হতে ছিনতাইকৃত চার্জার অটো উদ্ধার ও আসামী গ্রেফতার।চার্জার অটো ছিনতাই ঘটনায় মামলার বাদী গত ১৭অক্টোবর বারোপুর রোডে অটো নিয়ে যাত্রীর জন্য অপেক্ষায় করে। এমন সময় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি বাদীর নিকটে এসে নেংড়া বাজারে যাওয়ার কথা বলে ৩০ টাকা ভাড়া ঠিক করে নেংড়া বাজারের উদ্দেশ্যে রওনা করেন। রাত্রী অনুমান ৯ টা ৪৫ মিনিটে বগুড়া সদর থানাধীন নুনগোলা ডিগ্রী কলেজের পশ্চিম দিকে আম বাগানের পার্শ্বে পাকা রাস্তার উপর পৌছামাত্র বাদীর অটোতে থাকা যাত্রী গলার পিছনে চাকু ধরে অটো থামাতে বলে। বাদী তাদের কথা না শুনে ডাক-চিৎকার করলে তারা বাদীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী কিলঘুসি মেরে ছেলা ফুলা জখম করে। তাদের সাথে ধস্তাধস্তি করাকালে তারা বাদীর চোখে মরিচ জাতীয় কোন গুড়ো পদার্থ দেয়। তখন বাদী চোখে কিছু না দেখায় তাকে মারধর করে আম বাগানের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাদীর চার্জার অটোটি জোর পূর্বক কেড়ে নিয়ে দাড়িয়ালের দিকে পালিয়ে যায়।
এ সংক্রান্তে সদর থানার মামলা নং-৪০, তারিখ : ১৮ অক্টেবরম২০২৪ ধারা: ৩৯৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।পরবর্তীতে মামলাটি তদন্তের মাধ্যমে ১৮অক্টোবর ২০২৪ খ্রি. ভোর রাত্রী ৫.৩০ ঘটিকায় কাহালু থানাধীন নারহট্ট দরগাহাট গ্রামস্থ বসতবাড়ী হতে আসামী ১। মোঃ মনির হোসেন(২০), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-নারহট্ট দরগাহাট, থানা-কাহালু, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী বাদীর নিকট হতে অটো ছিনতাই এর বিষয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করে। আসামীর দেখানো মতে বগুড়া সদর থানাধীন দশটিকা দানেজ উদ্দিন খেলার মাঠের পশ্চিম পার্শ্বের বাঁশ ঝাড়ের মধ্যে হতে বাদীর চার্জার অটোটি উদ্ধার করা হয়।মামলার মূল রহস্য উৎঘাটন ও অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতার কার্যক্রম চলমান রয়েছে।