
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সমাজ বিজ্ঞান অনুষদের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তাগণ গুরুত্বারোপ করেন ক্যাম্পাসকেন্দ্রিক একটি এক্সপ্রেসিভ সাইকোথেরাপি সেন্টার স্থাপন করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের।
মানসিক স্বাস্থ্য ইস্যুতে কর্মরত নেটওয়ার্ক মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন (মা), উন্নয়ন সংস্থা ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাকশন (উৎস) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে ডিয়াকোনিয়া’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (শিক্ষা), বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ কামাল উদ্দিন, উপ-উপাচার্য (প্রশাসন), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ আবু তৈয়ব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎস’র নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। দিবসের প্রতিপাদ্য নিয়ে ধারণা পত্র উপস্থাপন করেন উৎস’র প্রোগ্রাম অফিসার রীপা পালিত ও স্বাগত বক্তব্য রাখেন উৎস’র কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম।
প্রধান অতিথি জনাব ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন: ‘কর্মস্থল হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যতবেশি মানসিক স্বাস্থ্য বান্ধব হবে ততবেশি গুনগতমানের শিক্ষা নিশ্চিত হবে। কারণ মানসিক স্বাস্থ্য বান্ধব পরিবেশ না থাকলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি মানসিক স্বাস্থ্য বান্ধব প্রতিষ্ঠান হিসাবে পরিচিত হতে পারবে না’।
বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ কামাল উদ্দিন বলেন:‘করোনাকালীন সময়ে কেন্দ্রিয় চিকিৎসা কেন্দ্রে যেই মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা শুরু করা হয়েছিল তাকে আরো সুসংগঠিত করার মাধ্যমে আমরা একটি স্বতন্ত্র মনোস্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করবো। এক্ষত্রে দাতা সংস্থাদের সহায়তা প্রত্যাশা করছি’। বিশেষ অতিথি ডা. মোহাম্মদ আবু তৈয়ব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন: ‘মানসিক সমস্যার ঔষধী চিকিৎসার পাশাপাশি ঔষধবিহীন পদ্ধতিতে চিকিৎসা পদ্ধতি বিশ্বব্যাপী গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি বিকল্প ধারার সৃজনশীল কলা পদ্ধতিভিত্তিক একটি এক্সপ্রেসিভ সাইকোথেরাপি সেন্টার প্রতিষ্ঠা করা হয় তবে তা মনোস্বাস্থ্যসেবার সুযোগকে আরো প্রসারিত করবে। ওয়ান টু ওয়ান পদ্ধতিতে ২৮০০০ শিক্ষার্থী, ২০০০ শিক্ষক এবং ৩০০০ কর্মি, কর্মকর্তা মানসিক স্বাস্থ্যসেবা গুনগত মান রক্ষা করে প্রদান করা কঠিন। সেক্ষেত্রে গ্রুপ সাইকোথেরাপি পদ্ধতিতে মনোস্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে এক্সপ্রেসিভ সাইকোথেরাপির বিকল্প নেই’।
মুক্ত আলোচনায় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক আরাফাতুল আলম বলেন: ‘এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাকর্মি হিসাবে আমার উপলব্ধি হলো; শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্যের গুরুত্বও অপরিসীম। বিগত ১২ বছরে আমাদের এই প্রাণের বিশ্ববিদ্যালয়ের মানসিক ভাবে বিপর্যস্থ হয়ে ১৮জন শিক্ষার্থী তাদের নিজেদের প্রাণ বিষর্জন দিয়েছে। যদি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য বান্ধব অনুকুল পরিবেশ থাকতো তাহলে হয়তো এত প্রাণহানী হতো না। আমাদের প্রতিটা ফ্যাকাল্টিতেই একটি করে মানসিক স্বাস্থ্য বান্ধব কর্ণার থাকা প্রয়োজন যেখানে থিয়েটার থেরাপি, কাউন্সেলিং, সাইকোথেরাপি, এক্সপ্রেসিভ সাইকোথেরাপির প্রয়োগের মাধ্যমে মানসিকভাবে আক্রান্ত শিক্ষার্থীদের সেবা প্রদান করা যেতে পারে’।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন: ‘ভর্তির শুরুতেই ক্যাম্পাসে নতুন স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। কিছুদিন যাওয়ার পরই হলে সিট পাওয়া নিয়ে চাপ, র্যাগিং, রাজনীতি, ক্যারিয়ার ভাবনার মারপ্যাচে আমাদের ভিতর হতাশা ভর করে। এই হতাশার ফলে আমাদের ভিতর যে চাপ তৈরী হয় তা প্রশমনের জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নেই কোন মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহায়তা কেন্দ্র। ফলে অকালে অনেক মেধাবী চাপে শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত থাকতো তবে আমাদের ক্যাম্পাসকেন্দ্রিক জীবন অনেক সুন্দর ও আনন্দঘন হতো বলে আমি বিশ্বাস করি’।
উক্ত আলোচনা সভার সভাপ্রধান সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার তার সমাপনী বক্তব্যে বলেন: ‘আজকের সেমিনার পত্রে যে সুপারিশগুলো করা হয়েছে তা বাস্তবায়নে বর্তমান প্রশাসন কার্যকরীভাবে উদ্যোগ নিলে শুধু শিক্ষার্থী নয়; শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারাও একটি মানসিক স্বাস্থ্য বান্ধব কর্ম পরিবেশ পাবে। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুনগত শিক্ষার মানকে আরো উন্নত করবে’।
উল্লেখ্য যে আলোচনার শুরুতে যে সেমিনার পত্রটি উপস্থাপন করা হয় তাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি মানসিক স্বাস্থ্য বান্ধব শিক্ষালয় হিসাবে প্রতিষ্ঠা করার জন্য নিম্নের শুপারিশগুলো উপস্থাপন করা হয়েছিল: ক) আবাসিক হলগুলোতে মানসিক স্বাস্থ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেয়া ও মেন্টাল হেলথ সুপারভাইজার নিয়োগ করা;খ) অনুষদভিত্তিক ছাত্র পরামর্শক নিযুক্ত আছেন। একজন সম্মানিত অধ্যাপক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। এই পদায়নগুলো পূর্ণকালীন করে একজন সাইকোথেরাপিস্ট/ক্লিনিক্যাল সাইকোথেরাপিস্ট ও একজন এক্সপ্রেসিভ সাইকোথেরাপিস্ট নিয়োগ দেয়া হলে শিক্ষার্থীগণ সাবক্ষণিকভাবে পেশাদার কাউন্সিলিং সেবা পাবে।
গ) প্রাথমিকভাবে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে একটি এক্সপ্রেসিভ সাইকোথেরাপি সেন্টার স্থাপন করা, যাতে করে কেন্দ্রীয়ভাবে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের গ্রুপভিত্তিক মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায়। ঘ) পর্যায়ক্রমে অনুষদভিত্তিক মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা চালু করে মানসিক স্বাস্থ্য সেবা সহজলভ্য করা। ঙ) বিভাগভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব, প্রয়োজনীয়ত ও সেবা গ্রহণ বিষয়ক অরিয়েন্টেশন। চ) মানসিক স্বাস্থ্য সেবায় প্রফেশনাল গড়ে তুলতে এক্সপ্রেসিভ সাইকোথরাপি বিষয়ক উচ্চতর ডিগ্রি চালু করা।