
গাইবান্ধার সাঘাটা উপজেলার ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের পদ শুন্য প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন, পত্রের সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের বিরুদ্ধে উক্ত ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য অভিযোগ করেন ২০২২—২৩ অর্থ বছরে ১% এর উত্তোলনকৃত অর্থ ভুয়া কাজকর্ম দেখিয়ে আত্মসাৎ, ইউনিয়ন পরিচালনায় সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায়,আশ্রয়ন প্রকল্পের ঘর প্রকৃত ভূমিহীনদের না দিয়ে অর্থের বিনিময়ে সচ্ছল পরিবারকে দেওয়া, হাট বাজারের ১৫% রাজস্ব টাকা কোন প্রকার রেজুলেশন না করে পূর্বের রেজুলেশন ফটোকপি করে সদস্যগণকে না জানিয়ে উত্তোলন করা, পবিত্র ঈদুল আজহার ভিজিএফ এর চাল বিক্রয়ের সময় জনগণের হাতে ধরা পড়া, বাড়ির প্রতি হোল্ডিং নম্বর প্লেট এর ফি বাবদ আদায়কৃত ১০০ টাকা ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ। ইউনিয়ন পরিষদের সদস্যদের মূল্যায়ন না করার অভিযোগ আনেন ৯জন ইউপি সদস্য। সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন অভিযোগের তদন্ত করেন। তদন্তে আনীত অভিযোগ প্রমাণিত হয়। চেয়ারম্যান নাছিরুল আলম স্বপনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ইউপি সদস্যরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।সম্প্রতি, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার মনোরঞ্জন বর্মন ওই অনাস্থা প্রস্তাবের বিষয়ে গোপন ভোটের আয়োজন করে। এতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ৯টি ও বিপক্ষে ৩টি ভোট পড়ে। তদন্ত প্রতিবেদন এবং অনাস্থা প্রস্তাবের ফলাফল গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করা হলে স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২১ অক্টোবর সোমবার বোনারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়। এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী প্রতিবেদককে এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা স্বীকার করে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।












