
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র পৃথক অভিযানে এক কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ আইস আনার সময় টেকনাফ বড়ইতলি থেকে আব্দুর রহমান নামে এক মাদক কারবারি আটক করেন বিজিবির সদস্যরা।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ বিজিবি শীলখালী চেকপোস্টের টহল দল কক্সবাজারগামী একটি মোটরসাইকেলসহ সৈয়দ আমিন নামে এক মাদক কারবারিকে আটক করে।

আটকরা হলেন- টেকনাফ বড়ইতলীর মৃত ফেরদৌসের ছেলে মো. আব্দুর রহমান (৪৫) ও সাবরাং আলীর ডেইলের ওমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বড়ইতলী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বাগান এবং নৌ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সন্ধ্যা ৬.৫০ মিনিটের সময় টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বড়ইতলী এলাকার দিকে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহ হওয়ায় পূর্ব থেকে কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে ঘেরাও করে আটক করে। পরে টহলদল তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ১.০৬০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।
অন্যদিকে শীলখালী বিজিবি’র অস্থায়ী চেকপোস্টের টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটর সাইকেল আটক করা হয়। আটক মোটর সাইকেল চালকের স্বীকারোক্তিতে মোটর সাইকেলের চেইন কভারের পাশে সকজবারের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২,৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট হতে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত মোটর সাইকেলটিও আটক করা করে বিজিবি’র সদস্যরা।
আটককৃত আসামীদের কাছ থেকে জব্দ ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা ট্যাবলেট, মোটর সাইকেল ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।