
কক্সবাজার শহরের ৬নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় মাদকের টাকা দিতে না পারায় মা’কে কুপিয়ে হত্যা করেছে নিজ সন্তান। পরে নিজেই পুলিশের হাতে ধরা দিয়েছে হত্যাকারী।হত্যাকারীর নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৭)। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিজ ছেলের হাতে খুন হওয়া নারী হলেন আনোয়ার বেগম মেরী (৫৫)।
শনিবার (২৩ নভেম্বর) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।
স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদুর প্রায়’ই মাদেকর টাকার জন্য মা’কে মারধর করত।

গত ২৩ নভেম্বর রাতে মা’কে নিশ্বংস ভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় তাদের একমাত্র পুত্র সন্তান আবিদ ও তার মা’ই ছিলেন ঘরে। তার অসুস্থ পিতা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কুপের যখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
নিথিস বড়ুয়া জানান আবিদ মাদকের টাকার জন্য মায়ের সাথে প্রায় সময কথা-কাটাকাটি করতেন তিনি। আবিদ এক সময় খুব ভালো ছেলে ছিলেন চাকরিও করতেন মাঝখানে খারাপ ছেলেদের সাথে মিশে চাকরি ছেড়ে দেন। বিভিন্ন সময় ভিন্ন ধরনের মাদকদের প্রতি আসক্ত হওয়ার পর থেকে ঘরে মধ্যে ঝগড়াঝাটি করতে দেখা যেত।

স্থানীয় বাসিন্দারা বলেন আনোয়ারা বেগম ছেলেকে খুব ভালো বাসতেন আদর করতেন
ছিল আদরে ছোট ছেলে।কিন্তু সেই ছেলে মাকে হত্যা করবে চিন্তা করতে পারছেন না।আবিদুল রহমান দেড় দুই বছরে মধ্যে মাদকের সাথে জড়িয়ে পড়েন প্রায় সময় নেশা করার জন্য বাড়িতে ঝগড়াঝাটি করতেন।
সদর থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।