আজঃ শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫

দেশ এখনও ষড়যন্ত্রমুক্ত নয় : মুহাম্মদ শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো:

  1.  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ এখনও ষড়যন্ত্রমুক্ত নয়। গণতন্ত্র, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থিতিশীলতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য সরকার চেষ্টা করছে। দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানা আমিরদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে দেওয়ান বাজারস্থ চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডাক্তার একেএম ফজলুল হক, নগর শুরা ও কর্মপিরষদ সদস্য এসএম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান এলাহী, থানা আমির ও নগর কর্মপরিষদ সদস্য আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, আহমুদুল আলম, আবুল মোকাররম, মুহাম্মদ ঈসমাইল, থানা আমির মাহমুদুল হাসান, আহমদুল খালেদুল আনোয়ার, এমএ গফুর, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, মাওলানা জাকের হোসাইন, সুলতান আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। তাই জামায়াতের ওপর চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। দেশের ভবিষ্যৎ সুখকর নয়। দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি সকলকে সংগঠন মজবুত ও সম্প্রসারণ করার জন্য মাঠে-ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় আব্দুল হাই তালুকদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল” এই প্রতিপাদ্য নেত্রকোনার পূর্বধলায় মৌদাম জাতীয়তাবাদী পরিবার আয়োজনে মরহুম আলহাজ্ব আব্দুল হাই তালুকদার স্মৃতি নাইট মিনি ফুটবল টুর্ণামেন্ট সিজন ১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

৮ দলের অংশগ্রহণে টুর্ণামেন্টের ফাইনাল খেলায় শাপলা একাদশ বনাম বেলী একাদশ দুটি দল মোকাবেলা করে।
নির্ধারিত ৬০ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই শেষে কোন দলেই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে বেলী একাদশকে ১-০ গোলে পরাজিত করে শাপলা একাদশ চ্যাম্পিয়ন হয়।

ট্রাইবেকারে শাপল একাদশের একমাত্র গোলটি করেন নুরুল আমিন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সালাউদ্দীন আহমেদ নওয়াব, সাবেক সহ-সভাপতি আব্দুর গফুর, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানা, জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক মন্ডল প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠ‌নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আয়োজকদের সাথে কথা বলে জানা যায় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই এলাকার যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।
খেলায় সঞ্চালনা করেন পূর্বধলা উপজেলা ছাত্রদল সদস্য মোঃ শাহীন আলম তালুকদার ।

রাজশাহীতে ডাকাতির সময় আটক- ২

রাজশাহী নগরীর তালাইমারী কাঁচা বাজার সংলগ্ন এনামুল হকের বাড়িতে ডাকাতির সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুইজন ডাকাত আটক হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে একদল ডাকাত বাড়িটিতে হানা দেয় এবং লুটপাটের চেষ্টা চালায়।

স্থানীয়দের টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসে। পরে গণধোলাই দিয়ে মো. তাহামিদ ইসলাম (২৬) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তিনি নগরীর সাগর পাড়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আরও দুইজনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তারা হলেন উম্মে হানী শিলা,যিনি বিনোদপুরের আবু সাহাদাৎ সায়েমের স্ত্রী।এলাকাবাসীর সাহসিকতায় অপরাধীরা ধরা পড়ায় তাদের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি মো: আব্দুল মালেক বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।দুইজনকে জনগণ গণধোলাই দিয়েছে তাদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রেখে রাজশহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ