আজঃ মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫

বোয়ালখালীতে শহিদ জিয়া স্মৃতি রাত্রিকালিন অলম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

স ম জিয়াউর রহমান,, চট্টগ্রাম।

বোয়ালখালীতে শহিদ জিয়া স্মৃতি রাত্রিকালিন অলম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছেউপজেলার হাজিরহাট ইকবাল পাঠাগারের আয়োজনে ও আদিল কনভেশন হলের সৌজন্যে ক্রীড়া সংগঠক ইকবাল পাঠাগার সাবেক আহবায়ক মোসলিম উদ্দিনের সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সমাজসেবক প্রবাসী মো: সালাউদ্দিন, প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক হাজি ইসহাক চৌধুরী।

বিএনপি নেতা আবুল মনছুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট শামশুদ্দিন চৌধুরী, প্রবাসী ব্যবসায়ী হাজি মাহাবুবুল আলম, উপজেলা বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল চৌধুরী, যুগ্ম সম্পাদক সাইম উদ্দিন চৌধুরী টিটু, শ্রম বিষয়ক নুরুল আবছার আশিক। বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌর বিএনপি নেতা আবদুল খালেক সওদাগর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: রাশেদ, ইদ্রিছ ভুট্টা, আবু সাদেক টিপু, জালাল উদ্দিন ফরহাদ, মো: রায়হান, সাকিব,আসিফ, রোহিত, আরমান,আমশেদ ও হানিফ প্রমূখ।
উদ্বোধনী খেলায় এস,পি বদর শাহ ফুটবল একাদশ বনাম আকুবদন্ডী শহিদ জিয়া স্মৃতি সংসদ প্রতিন্দ্বীতা করেন।
টুর্নামেন্টে ২৬ টি দল অংশগ্রহন করে নকআউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
ধারাবাস্যকার ছিলেন সৈয়দ মোঃ জসিম উদ্দিন, খেলা পরিচালনা করেন, জেলা রেফারী জিয়াউল হক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: সাংবাদিক জাহাঙ্গীর আলম।

সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিচর্যার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কাজীরখীল ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এসময় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে আর্ত-মানবতার সেবায় যেকোনো সামাজিক কর্মকান্ডে রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবমসময় পাশে থাকার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

জমজমাট এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফ সি ফুটবল একাদশ। ৯০ মিনিটের টানটান উত্তেজনাময় ফাইনাল খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয়। এরপর ৫ মিনিটের মধ্যে পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফ সি ফুটবল একাদশ একটি গোল করে খেলা ড্র করেন। এরপর খেলা শেষ মূহুর্তে ২৫ মিনিটের মাথায় ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ আরও একটি গোল করে ২-১ গোলে বিজয় লাভ করেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে জমজমাট ফাইনাল খেলায় সাতকানিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রবাসী আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম, মুহাম্মদ আইয়ুব, আবদুস সবুর, নুরুচ্ছফা, শাহাদাত সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক, প্রফেসর শহীদুল ইসলাম। খেলায় যৌথভাবে ধারাবর্ণনা করেন মুহাম্মদ মঞ্জুর আলম, আবছার সুমন ও আমিন।

এছাড়াও কাজীরখীল ক্রীড়া এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এনাম, সাংগঠনিক সম্পাদক তারেক, প্রচার সম্পাদক ইমন, ক্রীড়া সম্পাদক জাহেদ, অর্থ সম্পাদক মিসকাত, ধর্ম বিষয়ক সম্পাদক মুফাচ্ছির, সহ-অর্থ সম্পাদক মাহিন, সদস্য যথাক্রমে ফয়সাল, মাঈনু, আরমান, নাজিম, জাহেদ, রিয়াদ, ইফতি সহ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী এবং পরাজিত দুই দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।

নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” এই শ্লোগানকে প্রতিপাদ্যে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) এ দিবসকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে থেকে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তাপাড়া মাঠে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা ক্রীড়া কমিটির সদস্য শাহনুল কবির মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, প্রেস ক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা জামাত ইসলামির সহকারি সম্পাদক মো. দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কবি তানভীর জাহান চৌধুরীসহ আরো অনেকে।

এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. সারোয়ার জাহান জনি, মাহফুজুর রহমান খান, কে. এম. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেমের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ