
গাজীপুরের কালিয়াকৈরে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড মন্ডলপাড়া আইয়ুব মন্ডলের গজারি বাগানে এ লাশ পাওয়া যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ত্রিপল নাম্বার থেকে কালিয়াকৈর থানার ডিউটি অফিসার কে অবগত করলে কালিয়াকৈর থানা থেকে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে এসে নিহত যুবককে লাস উদ্ধার করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় জানা যায়নি ।তবে স্থানীয়রা ধারণা করছে লোকটি মাদকাসক্ত ছিল। নিহতের পরনে সাদাকালো চেক টি শার্ট এবং পরনে লুঙ্গি ছিল মাথার চুল কাঁচা পাকা। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনা কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন লাশ উদ্ধার করা হয়েছে এখনো পর্যন্ত কোন নিহতের পরিচয় পাওয়া যায়নি ময়নতন্ত্রের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।