
কুমিল্লা চৌদ্দগ্রামে চলমান সেনাবাহিনীর অভিযানে আসিফ নামে এক কিশোর কে অস্ত্রসহ আটক করা হয়েছে । বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আসিফ ইকবাল ওই গ্রামের বাসিন্দা।চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার গুনবতী এলাকায় অভিযান চালায়। এতে আটক আসিফের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান, দুটি রামদা, ক্রিজ উদ্ধার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, আসিফ আগে ছাত্রলীগ ও স্থানীয় কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় নানান অপরাধে জড়িত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হন।
গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক চৌধুরী জানান, আসিফ ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। নিয়মিত মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে। তবে কোনো পদ-পদবী নেই।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের জানান, সেনাবাহিনী দেশীয় এলজি বন্ধুকসহ এক সন্ত্রাসীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।