আজঃ শনিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহীতে ৩ দিন ব্যাপী লোকনাট্য উৎসব

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজশাহীতে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ রাজশাহী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

তিনি বলেন, ‘‘সবার ঘরে ঘরে টিভি ছিলো না বলে আমরা আগে বিটিভিতে নাটক দেখতাম সপ্তাহে একদিন। তখন আমরা এই লোকনাট্যগুলোই বিভিন্ন পাড়া-মহল্লায় উপভোগ করতাম। টিভি চ্যানেল ও শিল্পী কলা-কুশলীর ভিড়ে লোকনাট্যগুলো আজ হারাতে বসেছে। সেই লোকনাট্যকে ধরে রাখার জন্যই এ আয়োজন।’’

লোকনাট্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘‘লোকনাট্য হলো লোকজ জীবনাচারকে তুলে আনা। হাসি-কান্না, রঙ-তামাশা, দুঃখ বেদনা এ সবকিছুকে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে গ্রামীণ মানুষের জীবনাচার তুলে ধরা।’’

আঞ্চলিক সংস্কৃতির গুরুত্ব তুলে তিনি বলেন, ‘‘অতীতে আঞ্চলিক ভাষায় তেমন কোনো নাটক নির্মাণ করা হতো না। কিন্তু বর্তমানে বিভিন্ন আঞ্চলিক ভাষায় নাটক নির্মাণ হচ্ছে। রাজশাহী অঞ্চলের ভাষা অনেকটা পশ্চিমবঙ্গের মতো। প্রত্যেক ভাষার একটি সৌন্দর্য রয়েছে এবং সেই ভাষার সাথেই ওই এলাকার মানুষের জীবনাচার জড়িয়ে রয়েছে। নিজ অঞ্চলের ভাষায় যখন নাটক তৈরি হয়, তখন ওই অঞ্চলের মানুষের মধ্যে একটি অন্যরকম অনুভূতি তৈরি হয় যা দেখে তারা আনন্দিত হয়। তাই এটিকে চলমান রাখতে হবে।’’

জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান ও সহকারী কমিশনার আশিক জামান। এসময় শিল্পী কলা-কুশলী ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহের প্রথম দিন গম্ভীরা ও আলকাপ গান হয়। শুক্রবার রয়েছে মনসাপালা ও মাদারপীরের পালা। আর শনিবার রয়েছে বিয়েরগীত ও লছিমন। এ দুদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় তারুণ্যের উৎসব: বইমেলায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এসো দেশ বদলায়ই, পৃথিবী বদলায়ই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোণার পূর্বধলায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী বই মেলার সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মালেক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাহজাদী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও বিপুল সংখ্যাক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান ও কবিতা উপভোগ করেন অতিথি ও দর্শকরা।

উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির সমাপনী বক্তব্য বই মেলায় অংশগ্রহনকারী স্টল মালিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ।

পাঠ্য বইয়েই শুধু শিক্ষা বা জ্ঞান অর্জন করার যথেষ্ট নয়।। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক, বিতর্ক অনুষ্ঠানের মধ্যেও শিক্ষার জ্ঞান অর্জন করা যায়।

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে তারুণ্যের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। আরও উপস্থিত ছিলেন,কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুভাশ চন্দ্র সরকার, শিক্ষক প্রতিনিধি দেব দুলাল সরকার সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র সরকার বলেন, গ্রামের গঞ্জের বাড়ি বাড়ি সেই পিঠা উৎসব এখন আর চোখে পড়ে না। তাই সেই পিঠা উৎসব তারুণ্যের মাঝে যেন জাগ্রত থাকে তার জন্য এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিনব্যাপি উপজেলার কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১৮টি স্টালে কুলিপিঠা, ভাবাকুলি,দুধ পিঠা, পাটিসাপটা,সংসারি পিঠা,সহ ১শত রকমের পিঠার পসরা সাজিয়ে এ পিঠা উৎসব পালিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাঠ্য বইয়েই শুধু শিক্ষা বা জ্ঞান অর্জন করার যথেষ্ট নয়। এর পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক, বিতর্ক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও শিক্ষার জ্ঞান অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন,শীতকালে কোনো জামাই যদি তার শ্বশুর বাড়ি বেড়াতে আসতো পাশের বাড়ির লোক ভাড়া করে আনতো পিঠা বানানোর জন্য। জামাইকে আপ্যায়ন করার জন্য এটা তৈরি করা হতো। সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পিঠা উৎসব শেষ হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ