আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

গাজীপুরে জমি সংক্রান্ত হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

মহানগরীর হাবিবুল্ল্যাহ সরণীস্থ গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্পত্তির মালিক মোঃ নজরুল ইসলাম বলেন, জয়দেবপুর থানার মির্জাপুর ইউনিয়নের ডগরী মৌজার এসএ- ৪৬৫, আরএস- ৪০৮ নং খতিয়ান, দাগ নং- ১১৫৪ ও ৩৯৪৫-এ ৫৩ শতাংশ জমির মালিক ও ভোগদখল কারী আমি। যাহা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, গাজীপুর এ প্রতিপক্ষ খবিরন্নেছা ওরফে সুফিয়া বাদী হয়ে পিটিশন মোকদ্দমা

নং-৭১/২০২২ দায়ের করেছিলেন। তাহার দায়ের করা মোকদ্দমার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সরেজমিনে প্রতিবেদনের জন্য সদর এসিল্যান্ড অফিসে পত্র প্রেরন করেন।  উক্ত বিষয়ে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস স্বারক নং-মির্জা/ইউ/ভূ/অ/২০২৩-৩৪৩,তাং-১১/০৬/২০২৩ খ্রিঃ তারিখে সহকারী কমিশনার (ভূমি) গাজীপুর সদর,গাজীপুর বরাবর জমি দখল বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তিতে যার স্বারক নং-৩১.৪১.৩৩৩০.০০.৯৯.০০১.২৩-১৮৮৬, তাং-২১/০৬/২০২৩ খ্রিঃ উপজেলা ভূমি অফিস গাজীপুর সদর তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রেরন করেন। ২৩/০৭/২০২৩ ইং তারিখে বিজ্ঞ আদালত প্রথম পক্ষ খবিরন্নেছা ওরফে সুফিয়া বার বার সময় প্রার্থী গর হাজির হন। এতে মোকদ্দমা পরিচালনায় ১ম পক্ষের অনাগ্রহ প্রতীয়মান হয়। তাছাড়া দখলীয় প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় নালিশী ভূমিতে উভয় পক্ষই দখলে রয়েছেন। 

সারবিক বিবেচনায় মামলা (নথিজাত) মোকদ্দমাটি খারিজ করে দেন বিজ্ঞ আদালত। স্থানীয় ভূমি অফিস এবং সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন প্রতিবেদনে উল্লেখ করেন নালিশী জমির ০.৭০ একর জমির মধ্যে ০.৫৩ একর জমিতে ২য় পক্ষ নজরুল ইসলাম (মোঃ আমির হোসেন গাজীর পক্ষে নিযুক্তীয় আম-মোক্তার) সেখানে মোঃ নজরুল ইসলামের দোকান ও ঘর বাড়ী এবং জমিতে বাউন্ডারী নির্মান করে ভোগ দখলে রয়েছেন। 

অপরদিকে নালিশী সম্পত্তিতে খবিরন্নেছা ওরফে সুফিয়া ০.১৭ একর জমিতে ভোগ দখলে রয়েছেন। তরপরেও উদ্দেশ্য প্রনোদিতভাবে পুরো জমি আত্মসাত করার লক্ষে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। 

সম্প্রতি দুটি পত্রিকায়, রেকর্ডপত্র নষ্ট হওয়ার সুযোগে জাল দলিল তৈরী করেছে প্রতারক চক্র ও বিধবার ২ কোটি টাকা মূল্যের জমিদখল চেষ্টার অভিযোগ, পৃথক পৃথক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে আমার সম্পত্তি জরিয়ে মনগড়া তথ্য প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেশব্যাপী নারী হেনস্থার প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ সোমবার (১০ মার্চ) সকালে চট্টগ্রামে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল । এসময় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আরমান হোসেন, মোঃ মানিক রতন তানিম, সামির হায়দার, হৃদয় মোল্লা, আহসান আলমগীর চৌধুরী, সামিরা নুর সহ নেতৃবৃন্দ।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা
রিয়াদুল হক রিয়াদ, আতিক, জিসান সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সোমবার (১০ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো.নাজমুল করিম খান।

উক্ত কল্যাণ সভায় পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারগণ এবং উপ-পুলিশ কমিশনারগণসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ পুলিশের সার্বিক কল্যাণ এবং শৃঙ্খলা নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও গত মাসে পুলিশের ওয়ারেন্ট তামিল এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার বিতরণ করেন।

পুলিশ কমিশনার ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ছিনতাই প্রতিরোধে জিএমপি পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা প্রদান করেন এবং ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মুলতবি মামলার দ্রুত নিষ্পন্ন করণ এবং ওয়ারেন্ট তামিলে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষ যাতে কোন ভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে সতর্কদৃষ্টি রাখতে সবাইকে নির্দেশনা দেন। পরিশেষে সকলের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ