
চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার আসর থেকে তিন যুবককে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনালের সাতকানিয়া হোটেলের পিছনে ফরিদ মিয়ার ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে তিন বান্ডেল তাস, নগদ ৫০০ টাকা ও একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কাপ্তাই রাস্তার মাথা এলাকার মনু কোম্পানির বাড়ির ভাড়াটিয়া মৃত অছি মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৪), মোহরা কাজীর হাট এলাকায় ভাড়াটিয়া মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. জসিম উদ্দিন (৩২) এবং হাটহাজারীর ফতেয়াবাদ গ্রামের আমান উল্লাহ মিয়াজির বাড়ির মৃত আহাম্মদ কবিরের ছেলে মো. নাজিম (৩৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন খবরের ভিত্তিতে বাস টার্মিনালের সাতকানিয়া হোটেলের পিছনের একটি ঘর থেকে জুয়ার সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।