
পাবনার ভাঙ্গুড়ায় পৌর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।পাবনা জেলা বিএনপির নেতৃত্ববৃন্দের উপস্থিতিতে বিকাল ৩ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
সভাপতি পদে সাবেক পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক বার বার নির্বাচিত পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নব-নির্বাচিত পৌর বিএনপির সভাপতি হলেন মোঃ রফিকুল ইসলাম প্রাপ্ত ভোট ৪১৩,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন মোঃ আশরাফুল আলম স্বপন-১৩১ ভোট,সাধারণ
সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মোঃ ছাইদুল ইসলাম বুরুজ প্রাপ্ত ভোট ৩০৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহিনুর রহমান শাহিন-২২৫ ভোট পেয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোতালেব হোসেন প্রাপ্ত ভোট ২১৩,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মধু সরকার -১৮৫ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুস সালাম নুর ৮৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ও আব্দুল আলীম ৫০ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।