আজঃ মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের নতুন কমিটি গঠন

জসীম চৌধুরী সবুজ এবং এডভোকেট অসীম বিকাশ দাশ পুনরায় উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম ব্যুরো:

আমরা তো লড়ছি সমতার মন্ত্রে,থামবো না কখনোই শত ষড়যন্ত্রে” এই আহবানে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের দুইদিনব্যাপী সম্মেলনের অদ্য, ২৫ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় নগরীর থিয়েটার ইমস্টিটিউট গ্যালারী হল মিলনায়তনে, সাংগঠনিক অধিবেশন, শুরু হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীকর্মীরা অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত ও সংঘটন সংগীত পরিবেশন করেন।সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক জসিম চৌধুরী সবুজ।সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক সুনীল ধরের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন

উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সহসভাপতি মোল্লা হাবিবুর রসুল মামুন, কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান, জেলা সংসদের সহ সভাপতি ডাঃ অসীম কুমার চৌধুরী এবং উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ।কাউন্সিল অধিবেশনে বিগত সময়ের কর্মকান্ড,

রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংকট এবং , সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ হতে করণীয় এবং এক্ষেত্রে উদীচীর শিল্পীকর্মীদের ভাবনা নিয়ে, সাধারন সম্পাদকের রিপোর্ট পেশ করেন উদীচী চট্টগ্রাম,জেলা সংসদের সাধারন সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ। অর্থ রিপোর্ট পেশ করেন সীমা দাশ,শোক প্রস্তাব পাঠ করেন জয়শ্রী মজুমদার। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর্যালোচনা, শতাধিক প্রতিনিধি এবং

পর্যবেক্ষকের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে রিপোর্টগুলো গৃহীত হয়।বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবিত, প্রতিনিধি ও পর্যবেক্ষকের সম্মতিতে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের, অনুমোদনে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের নতুন নেতৃত্ব,নির্ধারণ করা হয়। বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ সভাপতি, এবং এডভোকেট অসীম বিকাশ দাশ সাধারন সম্পাদক নির্বাচিত হন।সহসভাপতি হিসেবে,ডাঃ অসীম কুমার চৌধুরী, সুনীল ধর,,আবুল কাশেম, এবং প্রদীপ বড়ুয়া, সহ সাধারন সম্পাদক হিসেবে জয়তী ঘোষ, ও ভাস্কর ধর কোষাধ্যক্ষ হিসেবে সীমা দাশকে নির্বাচিত করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত করা হয় অপর্না চৌধুরী, অনিন্দিতা দেবনাথ,জয়শ্রী মজুমদার লাকী, গৌতম দত্ত,মৃত্যুঞ্জয় দাশ, মোঃ মহিউদ্দীন, প্রীতিকনা

শীল এবং প্রীতম শুভ।সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এড. রেজাউল করিম চৌধুরী, রতন সরকার,রুবেল দাশ প্রিন্স, গোলাম আকবর চৌধুরী, রাজু দাশ,শান্তা সেন,অনন্যা দাশ,প্রমা চৌধুরী, ফরহাদ আলী,নাজমুল
হুদা,আদিত্য দে। নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম এবং তিনি আশা প্রকাশ করেন এই নতুন নেতৃত্ব আগামী দিনে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি বৈষম্য হীন, শ্রেনীহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উদীচী শিল্পীগোষ্ঠীর আন্দোলনকে আরও গতিশীল এবং বেগবান করে তুলবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

তরুণ দলকে জাতীয়তাবাদের আদর্শে ঢেলে সাজাতে তরুণ দলের কার্য পরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল।

বি,এন,পির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং গাজা সহ ভারতে মুসলমানদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল (চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা) নেতা কর্মীদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলকে জাতীয়তাবাদের আদর্শে ঢেলে সাজাতে তরুণ দলের আগামী কার্য পরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল এর অফিস কার্যালয়ে সভা আয়োজিত হয় উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলের টিম প্রধান ও তরুণ দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ-সভাপতি -লায়ন রাসেল মির্জা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক- সোহেল সওদাগর, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ দিদার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাইদুর রহমান, ৩৮ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি- আলি আজম, এডভোকেট আবু হানিফ, মোঃ ফারুক, সিএনজি অটো রিক্সা শ্রমিক দল চট্টগ্রাম মহানগর সভাপতি – রাকিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দল সংগঠক আব্দুল কাদের , জাহিদুল ইসলাম , হাসান, মহানগর তরুণ দল থানা আহ্বায়ক- আবদুল সালাম টিপু (ডবলমরিং ), আহ্বায়ক- ফরহাদ মাহমুদ ও সদস্য সচিব সাকিল (বায়েজিদ) , রাসেল উদ্দিন (চট্টগ্রাম দক্ষিণ জেলা), সহ সাধারণ সম্পাদক – সানি (সদরঘাট)
পারভেজ, কাজী মোঃ নোমান, দিদার, শাকিল, হারুন, এমরান, রুবেল, সুমন, মিন্টু, ইব্রাহিম বাপ্পি, মুন্না, আরাফাত, আলামিন, মোমিন, আরিফ, সবুজ, রফিকুল, ফারুক, সোহেল
সহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা তরুণদল নেতৃবৃন্দ।

এসময় আলোচনা সভা শেষ করে নেতা কর্মীরা একটি প্রতিবাদী মিছিল করে যাহা “চট্টগ্রাম ইপিজেড থেকে শুরু হয়ে সিমেন্স হোস্টেল” সমাপ্তি ঘোষণা করেন।

পটিয়ায় প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, অন্তঃসত্ত্বাসহ আহত- ৪।

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর ঘরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতে (২৬ এপ্রিল) উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গ্রামের তারাং শরীফ এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল এ তাণ্ডব চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ৭-৮ জনের একটি ডাকাতদল ছাদ ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা তাণ্ডব চালায়। ডাকাতরা নগদ ৭০-৮০ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করে নেয়।

বাধা দিলে ডাকাতরা প্রবাসী নেজাম উদ্দিন , জসিম উদ্দিন ও জামাল উদ্দিন -সহ অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক মারধর করে।

আহতদের মধ্যে নেজাম ও জসিম উদ্দিনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক তারেকুল ইসলাম জানিয়েছেন, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় ইউপি দফাদার বিকাশ দাশ বলেন, “ডাকাতরা পরিকল্পিতভাবে আক্রমণ করেছে।
এইদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এর আগে একই উপজেলায় ভাটিখাইন ও হাইদগাঁও গ্রামেও একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ