এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষের সহায়তার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ৩ হাজার পিস কম্বল উপহার দিয়েছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সহযোগিতার অংশ হিসেবে উক্ত কম্বলগুলি বিতরণের জন্য প্রদান করা হয়।
রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর নিকট কম্বলগুলো হস্তান্তর করেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান শুভ্র চক্রবর্তী।

এসময় উপস্থিত ছিলেন, খাতুনগঞ্জ শাখা প্রধান সাব্বির আহমেদ চৌধুরী, বহদ্দারহাট শাখা প্রধান মোহাম্মদ শহিদ উল্যাহ এবং বাকলিয়া শাখা প্রধান রাজীব আহসান, এম এ হামিদ দিদার, বদিউল আলম।
এসময় চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শীতার্ত গরিব ও অসহায় মানুষের জন্য এই
কম্বলগুলো গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। এ ধরনের উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য অনুকরণীয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং এই ধরনের সহায়তা সেই লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা রাখে।












