আজঃ রবিবার ২৩ মার্চ, ২০২৫

চসিকের ভেজালবিরোধী অভিযানসহ ৪ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে সোমবার নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারী পণ্য প্রস্তুুত ও বিক্রি করা এবং মেয়াদ বিহীন খাদ্যপণ্য সংরক্ষণ করা ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার অপরাধে নগরীর গরীব উল্লাহ হাউজিং সোসাইটিতে হোম রেসিপি ফুডসকে ৬০ হাজার ও ওয়াসা মোড়ের ডুলছে বেকারীকে ২০

হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে আরকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাজীরহাট, কামাল বাজার, মৌলভী বাজার ও কালুরঘাট ব্রীজ পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বের ফুটপাতের অবৈধ দোকানপাট / স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তার নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিশু ধর্ষণের চেষ্টা,বোয়ালখালীতে বৃদ্ধ আটক।

চট্টগ্রামের বোয়ালখালীতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দিদারুল আলম (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিদারুল আলম বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর গ্রামের নবাব আলী সওদাগর বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। শিশুর মা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে জমি থেকে মেয়েকে লতাপাতা আনার জন্য পাঠিয়ে ছিলাম। সে লতাপাতা না চেনায়

ওইখানে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করে। সে লতাপাতা দেখিয়ে দেওয়ার ভ্যান করে একটি ঘরে নিয়ে গিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোর করে জামা কাপড় খুলে ফেলে। এসময় ওই লোক হাত-পা বাঁধতে চাইলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে এবং সমস্ত ঘটনা খুলে বলে। তিনি বলেন, আমার মেয়েটি অসুস্থ। গত মাসে তাকে ক্লিনিকে ভর্তি করাতে হয়েছিল। ওই লোকটি আমার মেয়েকে মেরে ফেলতো। আমি এ ঘটনার বিচার চাই। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার

বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দিদারুল আলমকে শনাক্ত করা হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি প্রাথমিক জিজ্ঞেসাবাদে অপরাধ স্বীকার করেছে। তাকে আজ শনিবার (২২ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

বোয়ালখালীতে আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ইফতার বিতরন।

চট্টগ্রামের বোয়ালখালীতে হত দরিদ্রের মানুষের মাঝে শুকনো ইফতার সামগ্রী উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণে সারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে এবং রাশেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচখাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আতাউল মোস্তফা রেজভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু সায়ীদ সিদ্দিকী, মাওলানা নুরুদ্দীন কাদেরী, মাওলানা মিজানুর রহমান নক্সবন্দী, মাওলানা মহিউদ্দিন মাহমুদ মানিক, শহিদুল ইসলাম সিকদার, শিফন সিকদার, মফিজুর রহমান মাস্টার এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজনের অংশ হিসেবে এলাকার অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে শুকনো ইফতার বিতরণ করা হয়। এরপর মিলাদ-কিয়াম অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ