আজঃ শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভোগান্তি যাত্রীদের

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের ন্যায় রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতের পর থেকেই দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাঁদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না।

মো. আসিফ নামের স্টেশনে অপেক্ষারত এক যাত্রী জানান, তিনি ঢাকায় যাবেন। কিন্তু ট্রেন বন্ধ থাকায় তিনি স্টেশনেই অপেক্ষা করছেন। তিনি বাসে চড়তে পারেন না তাই ট্রেন যখন ছাড়বে তখন যাবেন বলে অপেক্ষা করছেন স্টেশনে। আগের নেয়া টিকিটের টাকা ফেরত নিয়েছেন বলেও জানান তিনি।

এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। যেসব ট্রেনের যাত্রা বাতিল হবে সেসব ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেবে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি কেউ চাইলে বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবেন।

মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী রাশেদা বেগম। অগ্রিম টিকিট নিয়েছিলেন কুমিল্লা যাওয়ার জন্য। তার রেলযাত্রাও বাতিল হয়েছে। এবার তাকে যেতে হচ্ছে বিআরটিসির বাসে। এ ব্যবস্থা তার জন্য রেলওয়ে করে দিয়েছে। তার সাথে কথা হয় বিআরটিসির দ্বিতল বাসের নিচতলায়। তবে কিছুটা ভোগান্তি হলেও রেলের এ বিকল্প ব্যবস্থায় খুশি তিনি। বলেন, একটা ব্যবস্থা তো হলো।

মহানগর এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী সিদ্দিক মিয়া যাবেন ভৈরব। তিনিও বাধ্য হয়ে বিআরটিসির বাসে রওনা দিয়েছেন গন্তব্যে। তিনি বলেন, দেশটা তো মগের মুল্লুক। এখানে এসব নিয়ে কথা বলে লাভ নাই। রেলের টিকিট নিছি এখন বাধ্য হয়ে বিআরটিসির বাসে যাচ্ছি।
একজন যাত্রী বলেন তার গন্তব্যে বাসে যেতে রাত হয়ে যাবে। সেখানে যাওয়ার পর বাড়ি যেতে গাড়ি পাওয়া নিয়ে সন্দেহ আছে তার। তাই পরিবার নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। তাই টিকিটের টাকা ফেরত নিয়ে চলে যাচ্ছেন তিনি।

আমিরুল ইসলাম যাবেন ব্রাহ্মণবাড়িয়া। তিনিও মহানগর এক্সপ্রেসের যাত্রী। তিনি বলেন, আমি যাবো আখাউড়া। কিন্তু এই বাস সেখানে যাবে না। এখন কি আর করার- এটাতেই যেতে হবে।বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বলেন,যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। ভোগান্তি কমানোর চেষ্টা করছি আমরা। আমরা কয়েকটি রুটে বাস দিয়েছি রেলের সিডিউল অনুযায়ী। যাত্রীরা ট্রেনের টিকিট দিয়ে আমাদের বাসে যেতে পারবেন।

ইতোমধ্যে আমাদের চারটি গাড়ি ছেড়ে গিয়েছে। আমাদের আরও ২০টি গাড়ি প্রস্তুত আছে। প্রয়োজন অনুযায়ী রেলের সিডিউল অনুযায়ী সে গাড়িগুলো দিয়ে যাত্রী পরিবহন করা হবে। বিআরটিসির একটি দ্বিতল বাসে ৭৫ জন এবং একতলা বাসে ৪৫ জন যাত্রী পরিবহন করা যায়।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে বিআরটিসির বাসের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। তাছাড়া যাত্রী চাইলে টিকিট রিফান্ডের সুযোগ আছে। যারা কাউন্টার থেকে টিকিট নিয়েছেন তারা কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা অনলাইনে টিকিট নিয়েছেন তারা অনলাইনে রিফান্ড রিকোয়েস্ট দিয়ে টাকা ফেরত নিতে পারবেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বুদ্ধিজীবী ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জাকে ঠাকুরগাঁওয়ে সংবর্ধনা

সময়ের কন্ঠস্বর ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জার সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোবিন্দনগরস্থ উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা

নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জা, বিশিষ্ট শিাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, যুগ্ম সচিব পরিতোষ রায়, ইএসডিও’র সভাপতি মো: সফিকুল ইসলাম, বিশিস্ট শিক্ষাবিদ মো: জালাল উদ দীন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা

বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ সহ অনুষ্ঠানে ইএসডিও’র পক্ষ থেকে বুদ্ধিজীবী ড. ফাহাম আব্দুস সালাম ও বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ্ মির্জাকে উত্তরীয় পরিয়ে দেন নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। পরে সংস্থার পক্ষ থেকে তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। একই সাথে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ইএসডিও’র

বিভিন্ন ইউনিট, জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ড. শামারুহ্ মির্জা তার বক্তব্যে বলেন, পরিশ্রম ছাড়া জীবনে সফলতা কখনো আসেনা, তাই পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনে সফলতা পেতে হলে এই পরিশ্রম তার মূল চাবিকাঠি। তরুণদের উদ্দেশ্যে ড.

ফাহাম আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, সত্যের পথে চলা ও সত্যকে সত্য বলার মধ্য দিয়েই জীবনের চলার পথ সহজ করা সম্ভব। কারণ মিথ্যা আশ্রয় নিলে সেটা মিথ্যেই থেকে যাবে। তাই সকলকে নিজের মধ্যে সত্যকে ধারণ করতে হবে, তাহলেই জীবনে সফল হওয়া যাবে। উল্লেখ্য যে, ড. শামারুহ্ মির্জা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ও ড. ফাহাম আব্দুস সালাম জামাতা।

সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ (পুনঃনির্মিত) শুভ উদ্বোধন করেন সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম

আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে পুনঃনির্মিত সুলতানুল আরেফিন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদ ২৭ জানুয়ারি ২০২৪ খ্রি. ফলক উন্মোচন, জোহরের নামাজ আদায় ও মোনাজাতের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মুফতী ছৈয়দ মোহাম্মদ

অছিউর রহমান আল কাদেরী, আলহাজ¦ মোস্তফা হাকিম পরিবার ও তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ এম.এ. তাহের, বিশেষ অতিথি ছিলেন আওলাদে গাউছুল আজম মাইজভা-ারী ছৈয়দ মিনহাজুল আনোয়ার। মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ শরীফ জামে মসজিদের খতিব পীরে তরিক্বত হযরতুলহাজ¦ কাজী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। অনুষ্ঠানে মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান, আলহাজ¦ আব্দুল মান্নান, রফিক আহমেদ, ভারপ্রাপ্ত মোতোয়াল্লী ছৈয়দ গোলাম রহমান, ছৈয়দ মোহাম্মদ আবদুর রহমান, আবদুল মালেক, গোলাম মোরশেদ, রবিউল আলম, মোহাম্মদ

হারুন, সুলতানুর রহমান খান, রেজাউল করিম,
আবদুল আউয়াল, আবদুল বাতেন, মাওলানা জালাল উদ্দিন ও মাওলানা আবদুল মান্নান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ
আল হোছাইন। নাত পরিবেশন করেন মোহাম্মদ জুনায়েদ। আরো আলোচনা করেন ছৈয়দ মোহাম্মদ মিনহাজুল আনোয়ার সহ অন্যরা। অত্র মসজিদ উদ্বোধনের পূর্বে খতমে কোরানে পাক, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন,

আল্লাহর কোরান, নবীজির হাদিস ও পীর আউলিয়াদের দেখানো পথ ধরে আমাদের সকল কার্যক্রম ও সেবা পরিচালিত হয়। আমরা যুগ যুগ ধরে শোষিত, বঞ্চিত ও দুর্গত মানুষের সেবায় নিয়োজিত আছি। আমাদের সকল সেবা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টি বিধানের জন্য এতে দুনিয়াবী স্বার্থ হাসিলের উদ্দেশ্য আমাদের নেই। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ