আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহী রেলস্টেশনের চেয়ার ভাংচুর

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। তারই ধারাবাহিকতায় রাজশাহী রেলস্টেশন থেকে কোন ট্রেন চলে নাই।
রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশের মত রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যায়নি। সকালে স্টেশনটি থেকে ৬ ট্রেন ছেড়ে যায় মধ্যে ৫টি আন্তঃনগর ও ১ টি লোকাল ট্রেন।ট্রেনগুলো হলো

চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস, খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, ঢাকাগামী বনলতা এক্সপ্রেস এবং ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ও রাজশাহী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন। কোনটায় ছেড়ে যায়নি।

ট্রেনের যাত্রীরা সকালে স্টেশনে এসে ট্রেনগুলো বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে স্টেশনে সংরক্ষিত যাত্রীদের বসার চেয়ার গুলোভাঙচুর করেন। পাশাপাশি দুইজন স্টাফকে আটক করে বেধড়ক মারধর করেন।

যাত্রীরা বলেন, টিকেট বিক্রি করে পূর্বঘোষণা ছাড়ায় ট্রেন বন্ধ রাখায় তারা ভোগান্তিতে পড়েছেন। এরকম কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের শাস্তির দাবিও জানান ভুক্তভোগী যাত্রীরা।

পশ্চিম রেলের মহাব্যবস্থাপক সহ কোন কর্মকর্তাকে স্টেশনে দেখা যায়নি, এমন কি তাদের সরকারী মুঠোফোন বন্ধ পাওয়া যায় নাই।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

পেশাদার সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
১৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে ফটিকছড়ি উপজেলা সদরস্থ একটি কনভেনশন সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ একরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এস.এম. মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ), মোঃ এমরান হোসেন (দৈনিক পূর্বদেশ), মুহাম্মদ নাছির উদ্দীন (দৈনিক কালের কন্ঠ), মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশ রূপান্তর), মোহাম্মদ আলমগীর নিশান (এশিয়ান টিভি), আনোয়ার হোসেন ফরিদ (সি প্লাস টিভি), আহমেদ এরশাদ খোকন (দৈনিক কালবেলা/চট্টগ্রাম মঞ্চ), সজল চক্রবর্তী (দৈনিক সবুজ বাংলা), মোহাম্মদ মোস্তফা কামরুল হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ (দৈনিক মানবকন্ঠ), মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী (দৈনিক দিনকাল), জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ (চট্টগ্রাম প্রতিদিন), মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (দৈনিক কর্ণফুলী), মুহাম্মদ ফজলুল করিম (দৈনিক দেশ বর্তমান) ও আব্দুল কাদের চৌধুরী (দৈনিক ঘোষণা) প্রমূখ।

তালা ঝুলিয়ে দিল টিটি কলেজের শিক্ষার্থীরা

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্যাম্পাসের নিচু জায়গা ভরাট করা নিয়ে বিরোধে রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তাদের ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটি রাজশাহী টিটি কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত। টিটি কলেজের শিক্ষার্থীরা জায়গা ভরাটের বিরোধিতা করে আসছিলেন।

পুলিশ ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ঘটনাস্থলে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে আটকা পড়েন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

আরএমপির রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের মূল একাডেমি ভবনের পাশের কিছু নিচু জায়গা ভরাট করছিলেন। তা দেখতে পেয়ে টিটি কলেজের শিক্ষার্থীরা বাধা দেন।

বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয় দেন। এতে শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী আটকে পড়েন। খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এ সময়ে জায়গা ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াহেদুল কবীর সোহরাওর্দী বলেন, সরকারি সব বিধিবিধান মেনে শিক্ষা প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ঠিকাদারের মাধ্যমে ৫ লাখ টাকা ব্যয়ে জায়গাটি ভরাটের কাজ চলছিল। অযোক্তিকভাবে টিটি কলেজের কিছু শিক্ষার্থী বাধা দেন। এটি একটি ন্যক্কারজনক কাজ। আমরা এর নিন্দা ও প্রতিবাদ করছি।

অন্যদিকে রাজশাহী টিসার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী খান বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের লোকজন তাদের উদ্দেশ্য করে গালাগালি ও অপমান সূচক কথা বলেছেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন করেছে।

জানা গেছে, দুই প্রতিষ্ঠানের বিরোধ নিস্পত্তিতে বৃহস্পতিবার দুপুরে টিটি কলেজ ক্যাম্পাসে যান রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরীসহ অনেকে।

তারা দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য শুনে বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিকাল সাড়ে ৩টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরী বলেন, একই ক্যাম্পাসে দুটি সরকারি প্রতিষ্ঠান। তাদের মধ্যে এই বিরোধ কাম্য নয়। আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ