
নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয়ের উদ্যোগে ২৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুশফিকুর রহমান খানের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মতিয়র রহমান খান, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আব্দুল ওয়াহেদ, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, শিক্ষক প্রতিনিধি লিটন চন্দ্র পন্ডিত, অভিভাবক সদস্য মো. মাসুদুর রহমান খান প্রমুখ।
